দেশের জার্সিতে কখনও খেলার সুযোগ পাননি। কিন্তু সেই অমল মুজুমদারের(Amol Muzumdar) সামনেই এবার বিশ্বকাপ জয়ের হাতছানি। হয়ত ভারতীয় ক্রিকেটে তিনিই প্রথম এমন কোচ হতে চলেছন, যে কোনওদিন দেশের হয়ে না খেলেও বিশ্বকাপ জিততে চলেছেন। ক্রিকেটার হিসাবে কোনওদিন সেই স্বপ্নের কাছে পৌঁছতে না পারলেও, কোচ হিসাবে দীর্ঘদিন ধরে দেখা স্বপ্ন সফল হতে চলেছে অমল মুজুমদারের(Amol Muzumdar)।
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ভারত। জেমিমা রডরিগেজ(Jemimah Rodriguez), হরমনপ্রীত কৌরদের(Harmanpreet Kaur) দুর্ধর্ষ পারফরম্যান্সে ওপর ভর করে অস্ট্রেলিয়ার রানের পাহাড় টপকে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ভারতীয় মহিলা দল। জেমিমা রডরিগেজের শেষ শট নেওয়ার পরই ডাগ আউটে শুরু হয়েছিল উল্লাস। উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন কোচ অমল মজুমদারও। ক্রিকেটার হয়ে একদিন দেশের জার্সিতে খেলতে পারেননি। সেই অমল মজুমদারই এবার কোচ হিসাবে বিশ্বকাপ জিততে চলেছেন।
২০২৩ সালে ভারতীয় দলের কোচ হিসাবে অমল মজুমদারকে(Amol Muzumdar) দায়িত্ব দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সময় অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। একজন ভারতীয় দলের হয়ে না খেলা ক্রিকেটারকে কেমনভাবে ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হচ্ছে তা নিয়েই শুরু হয়েছিল নানান প্রশ্ন ওঠা। হরমনপ্রীত, জেমিমাদের হাত ধরে সেই জবাবটাই হয়ত দিতে চলেছেন অমল মজুমদার।
ঘরোয়া ক্রিকেটে তাঁর দুরন্ত পারফরম্যান্স। প্রথম শ্রেনীর ক্রিকেটে অমল মজুমদারের রয়েছে ১১ হাজার রান। শুধুমাত্র তাই নয় মুম্বইয়ের অন্যতম সেরা ক্রিকেটার। তবুও তাঁকে কোচ করার পর থেকে শুরু হয়েছিল সমালোচনা। তাঁর একটাই সমস্যা ছিল, তিনি কোনওদিনও ভারতীয় দলের হয়ে খেলেননি।
কিন্তু সেই অমল মজুমদারই এবার ভারতকে পৌঁছে দিয়েছেন বিশ্বকাপ জয়ের দোড় গোড়ায়। ক্রিকেটার হিসাবে যা পারেননি, কোচ হিসাবেই দেশের জার্সিতে গড়তে চলেছেন নতুন রেকর্ড।






