সৌরভ, ঝুলনরা যা পারেননি সেটাই করে দেখিয়েছেন বাংবার রিচা ঘোষ। প্রথম বাঙালি হিসাবে জিতেছেন বিশ্বকাপ। তাঁকে নিয়েই এখন উচ্ছ্বসিত গোটা বাংলা। অপেক্ষায় রয়েছে সিএবিও। রিচা ফিরলেই তাঁর জন্য বিরাট সংবর্ধনার ব্যবস্থা করছে বঙ্গ ক্রিকেট সংস্থা। সোনার ব্যাট ও বল উঠতে চলেছে বাংলার প্রথম বিশ্বকাপ জয়ীর হাতে। এখন শুধুই তাঁর বাংলায় ফেরার অপেক্ষায় সকলে।
শুধুমাত্র সিএবিই নয়, রিচা ঘোষকে সংবর্ধনার প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবও। শুধুমাত্র রিচা ঘোষ নয় সেইসঙ্গে দীপ্তি শর্মাকেও সংবর্ধনা জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। একসময় বাংলার হয়ে খেলেছেন তিনি। সেই দীপ্তিই বিশ্বকাপের সেরা হয়েছেন। এই দুই তারকাকে সংবর্ধনা জানাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবও।
সিএবির তরফে রিচা ঘোষকে সংবর্ধনার বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। তাঁর হাতে উঠবে সোনার ব্যাট ও বল। তুলে দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামী।






