রবিবার বিশ্বকাপ ফাইনাল। তার ২৪ ঘন্টা আগেও ফাইনালের টিকিট কাটতে পারছেন না সমর্থকরা! সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবর ফাইনালের টিকিট নাকি ছাপাই হয়নি! সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ক্ষোভবর্ষণ শুরু হয়ে গিয়েছে।
বিশ্বকাপের অফিসিয়াল টিকিটিং সংস্থা এখনও পর্যন্ত বহু প্রতীক্ষিত ফাইনালের টিকিট প্রকাশই করেনি। গোটা বিশ্বকাপে টিকিটের দাম সর্বনিম্ন ১০০ টাকা রাখা হয়েছিল, যাতে বিপুল সংখ্যক দর্শক ম্যাচ উপভোগ করতে পারেন। তবে এখন যা পরিস্থিতি তাতে রবিবার নভি মুম্বইয়ে সমর্থকরা মাঠে ঢুকতে পারবেন কিনা সেই নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সোশাল মিডয়ায় সমর্থকরা বিসিসিআই এবং আইসিসি’র বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তাঁদের প্রশ্ন, এত বড় একটা ইভেন্টের ফাইনালের আগে কীভাবে এমন অপেশাদারিত্ব থাকতে পারে? ক্রিকেটপ্রেমীরা এই ধরনের বিভ্রান্তির শিকার আগেও হয়েছেন। ২০২৩ সালে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের সময়ও অনুরূপ পরিস্থিতি তৈরি হয়েছিল। একেবারে শেষ মুহূর্তে ম্যাচের টিকিট প্রকাশ করা হয়েছিল।
সেমি-ফাইনালে ৩৩৯ রান তাড়া করে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারানোর পর ফাইনালে ভারতের মেয়েদের সামনে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে প্রবল উন্মাদনা। দক্ষিণ আফ্রিকাকে হারালে প্রথমবার ভারতের মেয়েরা প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাবেন। তার আগে টিকিট নিয়ে চূড়ান্ত অব্যবস্থার শিকার ক্রিকেট সমর্থকরা।







