মঙ্গলবার চেন্নাইয়িন এফসির(Chennaiyan Fc) বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচ ইস্টবেঙ্গলের(Eastbengal)। এই ম্যাচ থেকে পয়েন্ট নষ্ট করলে কার্যত সুপার কাপের(Super Cup) পরের ম্যাচে যাওয়ার আশা শেষই হয়ে যাবে ইস্টবেঙ্গলের। তবে সেই ম্যাচেও ডেম্পোর বিরুদ্ধে খেলা প্রথম একাদশই কার্যত রাখতে চলেছেন অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। পরিবর্তন বলতে একটাই হতে পারে। শুধুমাত্র দেবজিতের পরিবর্তে গোলে খেলবেন প্রভসুখন গিল(Prabhsukhan Gill)। গত ম্যাচ ড্র করার পর নানান কথাবার্তা হলেও, এই ম্যাচেও মিগুয়েলকে রিজার্ভেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন লাল-হলুদের কোচ।
ডেম্পোর বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষপর্যন্ত ড্র করতে হয়েছে ইস্টবেঙ্গলকে(Eastbengal)। আক্ষেপ কিছুতেই মিঠছে না অস্কারেরOscar Bruzon)। বারবারই ঘনিষ্ঠ মহলে সেই আক্ষেপের কথা বলছেন লাল-হলুদ কোচ। এবার চেন্নাইয়িনের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের(Eastbengal) ঘুরে দাঁড়ানোর লড়াই। সেখানেই নামার আগে ফুটবলারদের বারবার সতর্ক করে দিচ্ছেন অস্কার ব্রুজোঁ। এদিন প্রস্তুতিতে নেমেও সেই কথাই নাকি বারবার ফুটবলারদের উদ্দেশ্যে বলেছেন অস্কার।
দলগতভাবে ভালো পারফরম্যান্স করলেও, বারবারই কিছু ব্যক্তিগত ভুলের খেসারত দিতে হচ্ছে ইস্টবেঙ্গলকে(Eastbengal)। চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে নামার আে সেদিকেই বিশেষ নজর দিয়েছেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ। ফুটবলারদের সেই দিকগুলো বারবারই বুঝিয়েছেন তিনি। এই ম্যাচে একটা ভুলই যে তাদের সমস্ত আশা শেষ করে দিতে পারে তা ভালোভাবেই জানেন অস্কার ব্রুজোঁ। সেভাবেই তো ছকও সাজাচ্ছেন তিনি।
চেন্নাইয়িন এফসির বিরুদ্ধেও পাঁচ বিদেশিতেই মাঠে নামবেন অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। গত ম্যাচে সেভাবে কিছু করতে না পারলেও, এই ম্যাচেও হিরোশি ইবুসুকির(Hiroshi Ibusuki) ওপরই ভরসা রাখছেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ। এছাড়া ক্রেসপো(Crespo), কেভিন(Cavin), রশিদরা(Mohammed Rashid) তো থাকছেনই। বদল হচ্ছে শুধুমাত্র গোলরক্ষকের পজিশনে।
গত ম্যাচে দেবজিতকে নামালেও তিনি সেভাবে পারফরম্যান্স করতে পারেননি। বরং প্রথম গোলের ক্ষেত্রে তাঁর পরিকল্পনা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন। এই ম্যাচে অবশ্য দলের প্রধান গোলরক্ষক প্রবসুখন গিলকেই ফেরাচ্ছেন অস্কার। এটুকু বাদ দিলে দলে কোনওরকম বদল আনতে অস্কার নারাজ।
অন্যদিকে প্রতিপক্ষ চেন্নাই যে বেশ শক্তিশালী দল তা বলার অপেক্ষা রাখে না। তাদের শক্তি, দুর্বলতার কথা মাথায় রেখেই চলল শেষ মুহূর্তের প্রস্তুতি। অস্কারের বারবার একটাই বার্তা, মঙ্গলবারের ম্যাচে কোনওরকম ভুল করা যাবে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।







