২৯ নভেম্বরই সেমিফাইনালে ইস্টবেঙ্গল(Eastbengal)। কিন্তু তারা কী আদৌ কলকাতায় খেলতে পারবে। সেই সম্ভাবনা কিন্তু বিষশ বাও জলে। ইস্টবেঙ্গল(Eastbengal) কলকাতায় খেলতে চাইলেও, সেখানে রয়েছে বিস্তর জটিলতা। সবচেয়ে বড় বাধা সুপার কাপের সম্প্রচারকারী স্বত্ত্ব যে কোম্পানির কাছে রয়েছে। কারণ তারাই নাকি কলকাতায় আসতে চাইছে না। তার কারণটা অবশ্যই বাড়তি খরচ। সেইসঙ্গে কোন মাঠে খেলবে লাল-হলুদ ব্রিগেড। সেটা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তারও কারণ আর্থিক দিকই। খানিকটা আর্থিক দিকের সামঞ্জস্য রেখেই মাঠ নিতে চাইছে ইস্টবেঙ্গল। বাজেটের মধ্যে থাকলেও তবেই যে বিনিয়োগকারী সংস্থা এগোবে তাও একপ্রকার স্পষ্ট।
সেইভাবে তারা চেষ্টাটা চালালেও, এখনও পর্যন্ত নাকি কোনও কিছুই সেভাবে নিশ্চিত হয়নি। হাতে সময়ও যে খুব একটা রয়েছে তেমনটা কিন্তু নয়। কারণ আগামী ২৯ নভেম্বর হবে সেমিফাইনাল। ক্লাবের তরফ থেকে ম্যাচ কলকাতায় চাওয়া হলেও, সেখানে বাজেটের দিকে নজর রয়েছে বিনিয়োগকারী সংস্থারও।
এছাড়া অন্যতম প্রতিবন্ধকতা হল প্রতিপক্ষ শিবির। সেমিফাইনাল থেকে ফাইনাল যদি কলকাতায় করতে হয় সেক্ষেত্রে অন্যান্য দল গুলোরও একটা সম্মতির প্রয়োজন রয়েছে। ইস্টবেঙ্গল সেমিফাইনালে পৌঁছে গেলেও তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি। তারাও যে রাজি হবে তাও কিন্তু নয়।
তবে ইস্টবেঙ্গল তাদের মতো করে একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বাজেটের দিকটাও ভাবতে হচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্টকে। আর যদি শেষপর্যন্ত না হয় তবে, গোয়াতেই খেলতে হবে ইস্টবেঙ্গলকে। দিন ঠিক হয়ে গিয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।







