ক্রিকেট জীবনে পা রাখার পর থেকে একটাই স্বপ্ন ছিল হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur)। সেটাই অবশেষে পূরণ হয়েছে ২০২৫ সালে। প্রথমবার মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন(Womens World Cup) হয়েছে ভারতীয় দল। আর সেই মুহূর্তটাকেই সারাজীবন নিজের সঙ্গে রেখে দিতে চাইছেন হরমনপ্রীত কৌর। বিশ্বকাপ জয়ের পরই এক বিশেষ ট্যাটু করলেন হরমনপ্রীত(Harmanpreet Kaur)। প্রতিদিন সকালেই বিশ্বকাপটাকে একবার করে দেখে নিতে চান তিনি।
ঘরের মাঠে বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করছে ভারতী দল। ঘরের মাঠে শুরুটা কিন্তু একেবারেই ভালোভাবে করতে পারেননি ভারতের মেয়েরা। কিন্তু লড়াই করা ছাড়েনি তারা। কোনও ম্যাচে হরমনপ্রীত(Harmanpreet Kaur) তো কোনও ম্যাচে জেমিমা রডরগেজ। তাদের দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতকে সাফল্যের দিকে এগিয়ে দিয়েছিল। অবশেষে ফাইনালে ভারতের বিরুদ্ধে ছিল দক্ষিণ আফ্রিকা।
সেখানেও শেষ মুহূর্তে ডে ক্লার্কের ক্যাচ হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur) হাতে। হাড্ডহাড্ডি লড়াইয়ের পর অবশেষে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ক্যাচ নেওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল সেলিব্রেশনটা। মাঠেই উচ্ছ্বাসে মেতেছিলেন ভারতীয় দলের মেয়েরা। আর সেই স্মৃতিটাই ধরে রাখতে ট্যাটু করালেন হরমনপ্রীত কৌর। ঠিক যেমন কেরিয়ারের প্রথম বিশ্বকাপ জেতার পর ট্যাটু করিয়েছিলেন লিওনেল মেসি(Lionel Messi)।
সোশ্যাল মিডিয়াতে সেই ছবি দিয়ে হরমনপ্রীত কৌর লিখেছেন, “প্রথম দিন থেকে তোমার অপেক্ষাতেই ছিলাম। আর এখন থেকে প্রতিদিন সকালেই তোমাকে দেখব। আমি সত্যিই গর্বিত”।
২০২২ সালে বিশ্বকাপ জেতার পর মেসি(Lionel Messi) যেমন সারাটা রাত কাটিয়েছিলেন বিশ্বকাপ ট্রফিটা নিয়ে। সেই একইরকম ছবি দেখা গেল হরমনপ্রীত কৌরেরও। মেসি ট্যাটু করিয়েছলেন তাঁক বা পায়ে। হরমনপ্রীত(Harmanpreet Kaur) বিশ্বকাপের ট্যাটু করালেন হাতে। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। ছবি দেখার পর থেকেই আপ্লুত নেটিজেনরা। বিশ্বকাপের একটা মুহূর্তও যেন বাদ রাখতে চাইছেন না হরমনপ্রীত কৌর।







