আর কোনও বৈষম্য নয়। ক্রিকেটটা যে সকলের তারই বার্তা দিলেন এবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর(Harmanpreet Kaur)। বিশ্বকাপ জয়ের ঘোর থেকে এখনও পর্যন্ত বেড়োতে পারেননি তিনি। বিশ্বকাপ জয়ের পর গোটা রাতেই ট্রফিটা ছিল হরমনপ্রীতের(Harmanpreet Kaur) একমাত্র সঙ্গী। সেখানেই ভারত অধিনায়কের টি শার্ট থেকে এক বিরাট বার্তা। যার মানে ক্রিকেট শুধু জেন্টলম্যানদের খেলা নয়, এটা সকলেরই খেলা।
দীর্ঘদিন ধরে মিতালী, ঝুলনরা যে স্বপ্নটা দেখেছিল, সেটাই এবার পূরণ হয়েছে হরমনপ্রীতদের হাত ধরে। দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডে ক্লার্কের ক্যাচ হরমনপ্রীত নিতেই স্টেডিয়ামে শুরু হয়েছিল উচ্ছ্বাস। সেইসঙ্গে ভারতীয় ক্রিকেটারদের ছিল বাঁধ ভাঙা সেলিব্রেশন। হবে নাই বা কেন প্রথমবার বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস বলে কথা।
দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর থেকে শুধুই অপেক্ষাটা ছিল ট্রফিটা হাতে তোলার। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। ট্রফি হাতে ওঠে ভারতীয় মহিলা ক্রিকেটারদের হাতে। সেই ট্রফি যেন আর হাতছাড়া করতে নারাজ। সারা রাত সেই বিশ্বকাপ ট্রফির সঙ্গেই কাটে অধিনায়ক হরমনপ্রীত কৌরের। সেখান থেকেই দিলেন এক বিশেষ বার্তাও।
সেখানেই হরমনপ্রীতের টি শার্টে বার্তা, “ক্রিকেট জেন্টিলম্যানদের খেলা শুধু নয়, এখন সকলের খেলা”।







