রবিবার মহিলাদের বিশ্বকাপের ফাইনালে নামছে ভারত। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ফাইনালের মঞ্চে হারের যন্ত্রনা জানেন। এবার আনন্দের উচ্ছ্বাস দেখতে চান হরমনপ্রীত কৌররা(Harmanpreet Kaur)। অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে ভারতীয় দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ২০১৭ সালের স্মৃতি এখনও পর্যন্ত টাটকা রয়েছে হরমনপ্রীতদের। এবার যেন সেই ঘটনার পূণরাবৃত্তি না হয় সেদিকেই তাকিয়ে ভারতীয় মহিলা বাহিনী।
ম্যাচের নামার আগে হরমনপ্রীত কৌরের সাফ বার্তা। ফাইনালে মঞ্চে হারের যন্ত্রনার সঙ্গে আমরা পরিচিত। এবার সেটাই বদলাতে চাই। এবার সাফল্যের আনন্দের সঙ্গেই আমরা পিরিচিত হতে চাই। দক্ষিণ আফ্রিকা এবার রয়েছে দুরন্ত ফর্মে। তবে গত ম্যাচে জেমিমাদের পারফরম্যন্সও আত্মবিশ্বাস বাড়াচ্ছে ভারতের।
ম্যাচের আগে হরমনপ্রীত কৌর জানাচ্ছেন, আমরা ভালোভাবেই জানি হারের যন্ত্রনাটা কতটা। এবার আমরা সাফল্যের আনন্দটা উপভোগ করতে চাই। রবিবার দিনটা আমাদের কাছে সত্যিই অত্যন্ত বিশেষ একটা দিন হতে চলেছে।
ফাইনালের মঞ্চে ভারতীয় দলের কোনও পরিবর্তন আসছে কিনা সেটা নিয়েই চলচে জোর জল্পনা। শোনাযাচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের প্রথম একাদশই নাকি রাখতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।






