ভারতীয় ফুটবলে এখন সবই সম্ভব! শনিবার আরও এক কীর্তি করলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা। গোয়ায় সুপার কাপে, বাম্বোলিমে জামশেদপুর এফসি আর ইন্টার কাশীর ম্যাচের পর ইন্টার কাশীর অধিনায়ক ও গোলকিপার অরিন্দম ভট্টাচার্যের হাতে নতুন আই লিগ ট্রফি ও এক কোটি টাকার চেক তুলে দিলেন তারা। নতুন আই লিগ ট্রফিটি তৈরি করা হয়েছে! কারণ এবছর এপ্রিল থেকে আই লিগের আসল ট্রফি চার্চিল ব্রাদার্সের কাছে।
ভারতীয় ফুটবলে নজীরবিহীন এই ঘটনা নিয়ে নিউজ ৯ স্পোর্টসের দেওয়া তথ্য অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক ফেডারেশনের এক কর্তা বলেছেন, “চার্চিল ট্রফি ফেরত দেয়নি। তাই বাধ্য হয়েই আমাদের নতুন ট্রফির ব্যবস্থা করতে হল।”
এপ্রিল মাসের এক রবিবার চার্চিল ব্রাদার্সকে গোয়ায় গিয়ে এআইএফএফ সচিব ২০২৪-২৫-এর আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে কাবের প্রেসিডেন্টের হাতে আই লিগের ট্রফি দিয়ে এসেছিল।
এপ্রিল থেকে নভেম্বর। আই লিগে অনেক জল গড়িয়েছে। মাঠের গণ্ডী পেরিয়ে লিগের গুরুত্বপূর্ণ খেলা হয়েছে কোর্টে। প্রায় সাড়ে তিন কোটি টাকা খরচ করে সুইৎজারল্যান্ডের কোর্ট অফ আর্বিট্রেশন অফ স্পোর্টে (ক্যাস)ইন্টার কাশী দুটো মামলা জেতার পর, নিজেদের কমিটির ওপর ভরসা না রাখা এআইএফএফ আবার ইন্টার কাশীকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে ফেলে! ক্যাসের নির্দেশ পাওয়ার পর ফেডারেশনের দু’জনের একটি কমিটি সেই নির্দেশকেই মান্যতা দিয়ে দেয়!

কিন্তু ট্রফি তো সেই এপ্রিল মাস থেকে চার্চিল ব্রাদার্সের কাছে। ট্রফি ফেরত পাওয়ার একাধিক ই-মেল পাওয়ার পরও তারা ট্রফি ফেরত দেয়নি। বরং তারা আবার ইন্টার কাশীর আই-লিগ খেতাবজয় নিয়ে এআইএফএফের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এমনকী, চার্চিল ব্রাদার্স তাদের সরকারি বিজ্ঞপ্তিতে এ-ও জানিয়েছে যে, ক্যাস তাদের আজ পর্যন্ত লিখিতভাবে ট্রফি ফেরত দেওয়ার নির্দেশ দেয়নি। বিজ্ঞপ্তিতে চার্চিল লিখেছে, ক্যাসের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় তারা রয়েছে এবং সুবিচার না পেলে তারা সুইস ফেডারাল ট্রাইবুনালেও আবেদন করবে।
আর ইন্টার কাশী? তাদের এক কর্তা নিউজ ৯ স্পোর্টসকে জানিয়েছে, “আমাদের কাছেই আসল ট্রফিটা এল। চার্চিলের কাছে রয়েছে এর রেপ্লিকা!”






