দীর্ঘ ৮ বছর পর ফের একটা লড়াই। প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া। তবে এবার হরমনপ্রীত(Harmanpreet Kaur) নন, ভারতের জয়ের নায়ক জেমিমা রডরিগেজ(Jemimah Rodriguez)। তাঁর ১২৭ রানের অপরাজিত ইনিংসে ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলেই প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীতদের(Harmanpreet Kaur) থেকে বিশ্বকাপের দুরত্ব এখন শুধুই একটি ম্যাচের।
কঠিন পরিস্থিতিতে জেমিমা রডরিগেজের(Jemimah Rodriguez) লড়াই। সেইসঙ্গে অধিনায়কের যোগ্য সঙ্গত। অস্ট্রেলিয়ার অশ্বমেধের ঘোড়া থামিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস লিখল ভারতীয় মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার রানের পাহাড় টপকে ৫ উইকেটে জয়ী ভারত। ২০১৭ সালের পর ফের একবার বিশ্বকাপে অজিদের হারাল তারা। কিন্তু সেবার বিশ্বকাপ জিততে পারেনি। এবার হরমনপ্রীতের(Harmanpreet Kaur) হাত ধরে সেই অধরা স্বপ্নটাই পূরণ হয় কিনা সেদিকেই তাকিয়ে সকলে।
টস জিতে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সিদ্ধান্ত। শুরুতেই লিচফিল্ডের ক্যাচ মিস। আশঙ্কাটা তখনই তৈরি হয়েছিল। সেই লিচফিল্ডই খেললেন সেঞ্চুরি ইনিংস। সঙ্গে অ্যালিসা পেরির ৭৭ রানের দুরন্ত ইনিংস। মাঝে বৃষ্টিতে কিছুক্ষণ খেলা বন্ধ। কিন্তু অস্ট্রেলিয়ার রানের গতি কমেনি। ভারতের বিরুদ্ধে অজিদের ইনিংস শেষ ৩৩৮ রানে।
কার্যত গোটা স্টেডিয়াম খানিকটা চুপচাপ। শেফালি বর্মা শুরুটা বাউন্ডারি দিয়ে করলেও, এরপরই এলবিডব্লু। ভারতের অন্যতম সেরা তারকা স্মৃতি মন্ধনাও ফিরে যান ২৪ রানে। ৫৯ রানে ২ উইকেট খুইয়ে ভারত তখন বেশ চাপে। সেই জায়গা থেকেই ম্যাচের হাল ধরেন হরমনপ্রীত ও জেমিমা রডরিগেজ(Jemimah Rodriguez)।
শুরু হয় একটা অদম্য লড়াইয়ের। পিচ কামড়ে পড়ে থাকে দুই তারকা। সময় যত এগোয়, ততই তাদের পার্টনারশিপ মজবুত হতে থাকে। একইসঙ্গে দুই তারকার ব্যাট থেকেও আসতে থাকে একের পর এক বড় শট। ১৬৬ রানের পার্টনারশিপ গড়ে হরমনপ্রীত যখন সাজঘরে ফিরছেন সেই সময় তাঁর রান ৮৯। ক্রিজে রয়েছেন জেমিমা রডরিগেজ।
তাঁর প্রয়োজন ছিল যোগ্য সঙ্গদের। খানিকটা দীপ্তি শর্মা এবং খানিকটী রীচা ঘোষ। আর অজি বোলারদের বিরুদ্ধে একাহাতে শাসন করে গেলেন জেমিমা রডরিগেজ। তাঁকে আটকাতে পারেনি এদিন কোনও বোলাররাও। ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলে শুধু ম্যাচের সেরাই নন, এদিন গোটা ভারতের নায়ক তিনি। এখন তাদের শুধু একটাই লক্ষ্য, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ জেতা।






