খালিদের(Khalid Jamil) ভারতীয় দলে জায়গা হল না মোহনবাগান(MBSG) ফুটবলারদের। সুযোগ হল না সুনীল ছেত্রীরও(Sunil Chetri)। আগামী ১৮ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে নামবে ভারতীয় দল। সেখানেই ২৩ জনের সম্ভাব্য দল গোষণা করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। সেখানে ইস্টবেঙ্গল(Eastbengal) থেকে দুজন পুটবলার সুযোগ পেলেও, মোহনবাগানের(MBSG) একজনও সুযোগ পেলেন না খালিদের সেই দলে। আর তাতেই কার্যত হতবাক হয়েছেন অনেকে।
ভারতের(Indian Football Team) আগামী ২০২৭ সালে হতে চলা এশিয়ান কাপের(Asian Cup) যোগ্যতা অর্জনের আশা কার্যত শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচ যে নেহাতই একটা সৌজন্য সাক্ষাতের তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। সেই ম্যাচেরই দল ঘোষণা করল এল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সেখানেই মোহনবাগানের একজনও সুযোগ পেলেন না।
এবারের সুপার কাপ চলাকালীন মোহনবাগান(MBSG) এবং ইস্টবেঙ্গলের(Eastbengal) ম্যাচের সময় মাঠে হাজির হয়েছিলেন ভারতীয় দলের তারকা কোচ(Khalid Jamil)। সেখানেই যে ফুটবলারদের মেপে নিয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না। সেখানে ইস্টবেঙ্গলের মহেশ(Naorem Mahesh) ও আনোয়ার(Anwar Ali) তাঁর নজর কাড়লেও, মোহনবাগানের কেউই হয়ত নজর কাড়তে পারেননি। বরং বাদ পড়লেন শুভাশিস ও লিস্টন কোলাসোদের মতো নাম।
শুধুমাত্র তারাই নন, ভারতের এই সম্ভাব্য দল থেকে বাদ পড়েছেন সুনীল ছেত্রীও(Sunil Chetri)। যদিও এচা সম্ভাব্য দল। আগামী ১৮ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত। তার আগে খালিদের(Khalid Jamil) দলে কোনওরকম পরিবর্তন আসে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।







