নানান নাম ঘোরাফেরা করলেও শেষপর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের(KKR) কোচের আসনে বসলেন অভিষেক নায়ারই(Abhishek Nayar)। চন্দ্রকান্ত পণ্ডিত কলকাতা নাইট রাইডার্সের কোচের পদ থেকে সরার পরই শুরু হয়ে গিয়েছিল নতুন জল্পনা। বিশেষ করে কে হবেন নাইট(KKR) শিবিরের প্রধান কোচ। সেই তালিকায় রাহুল দ্রাবিড়ের নামও ঘোরাফেরা করছিল। কিন্তু শেষপর্যন্ত ঘরের ছেলের ওপরই ভরসা রাখল নাইট রাইডার্স শিবির। অভিষেক নায়ারের কাঁধেই দায়িত্ব দিল তারা।
রাহুল দ্রাবিড়ের(Rahul Dravid) নামটা বেশ কয়েকদিন ধরে ঘুরছিল। তাঁর সঙ্গে নাকি যোগাযোগও করা হয়েছিল। যদিও শেষপর্যন্ত আর সেটা হয়নি। এরপর অভিষেক নায়ারকেই(Abhishek Nayar) কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বেশ কয়েকবছর ধরেই নাইট শিবির দেশীয় কোচের নীতিতেই চলছে। সেখানে নায়ারের সঙ্গে নাইটদের সম্পর্কও দীর্ঘদিনের। তাঁর ওপরই ভরসা রেখেছে কেকেআর।
২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সম্পর্ক অভিষেক নায়ারের(Abhishek Nayar)। গৌতম গম্ভীরের পর চন্দ্রকান্ত পণ্ডিতেরও সহকারী কোচের ভূমিকা পালন করেছেন তিনি। তাঁর হাত ধরেই ঘরোয়া ক্রিকেটের ক্রিকেটাররা উঠে এসেছে নাইট শিবিরে। সাফল্যও পেয়েছেন তারা। গৌতম গম্ভীরের কোচিংয়ে নাইট রাইডার্স যখন চ্যাম্পিয়ন হয়েছিল, সেই সময়ও সহকারী কোচ ছিলেন এই অভিষেক নায়ার।
সেই সমস্ত কথা বিচার করেই নাকি অভিষেককে প্রধান কোচ করার সিদ্ধান্ত। ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, “সেই ২০১৮ সাল থেকে অভিষেক নায়ারের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের সম্পর্ক। শুধুমাত্র মাঠের ভেতর নয়, মাঠের বাইরেও ক্রিকেটারদের সামলেছেন তিনি। ক্রিকেটারদের সঙ্গে তাঁর বোঝাপড়া এবং ম্যাচ রিডিংয়ের দক্ষতাই আমাদের শক্তিশালী হয়ে ওঠার প্রধান স্তম্ভ। নাইট রাইডার্সের কোচ হওয়ায় আমরা আপ্লুত”।
শেষবার আইপিএলে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। মরসুম শেষের পর থেকেই বহু বদলের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কয়েকদিনের মধ্যেই যেমন কোচ বদল হয়ে গিয়েছিল। তেমনই বহু ক্রিকেটার নিয়েও ভাবছে নাইট শিবির। এবার অভিষেক নায়ারের হাত ধরে নাইট রাইডার্স সাফল্যের রাস্তায় এগোতে পারে কিনা সেটাই দেখার।







