কেএল রাহুলকে(KL Rahul) কী নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। কয়েকদিন ধরে জল্পনাটা শুরু হলেও শোনাযাচ্ছে সেই আশাও নাকি এখন অনেকটা ক্ষীণ। কেএল রাহুলকে(KL Rahul) নিতে গেলে যে সোয়াপ ডিল করতে হবে তাতে খুব একটা আগ্রহী নয় কলকাতা নাইট রাইডার্স(KKR)। বিশেষ কর সুনীল নারিনের(Sunil Narine) পরিবর্তে কেএল রাহুলকে(KL Rahul) নিতে একেবরেই রাজি নয় কেকেআর। কিন্তু এই মুহূর্তে একজন ব্যাটার এবং অধিনায়কের োঁজে রয়েছেন নাইটরা।
দিল্লি ক্যাপিটালসের(DC) অধিনায়ক ছিলেন কেএল রাহুল(KL Rahul)। কিন্তু তাঁক এই মরসুমে ছেড়ে দেওয়া হবে। আবার নিলামের আগে এমনই একজন তারকা ক্রিকেটারের খোঁজে রয়েছে কেকেআরও। সেখানে কেএল রাহুল(KL Rahul) যে নাইটদের কাছে অন্যতম প্রধান পছন্দ তা বলার অপেক্ষা রাখে না। সেই মতো প্রস্তুতিও শুরু করেছিল নাইট শিবির। কিন্তু রাহুলকে ছাড়তে যে প্রস্তাব দিল্লির তরফ থেকে দেওয়া হয়েছে সেটাই যেন চিন্তায় ফেলছে নাইট শিবিরকে।
কেএল রাহুলকে ছাড়তে সরাসরি সুনীল নারিনকে চেয়েছে দিল্লি ক্যাপিটালস। কেকেআর তাদের সেরা অল রাউন্ডারকে ছাড়তে একেবারেই নারাজ। এরপর অঙ্গকৃশ রঘুবংশী এবং রিঙ্কু সিংকে(Rinku Singh) চেয়েছিল দিল্লি ক্যাপিটালসের তরফে। কিন্তু সদ্য কোচ হওয়া অভিষেক নায়ার একেবারেই রঘুবংশীকে ছাড়তে নারাজ।
এরপর অঙ্গকৃষ রঘুবংশী ও হর্ষিত রানাকে নিয়েও প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রাহুলকে নিতে একসঙ্গে দুজনকে ছাড়তে একেবারেই নারাজ নাইট শিবির। এই মুহূর্তে কেকেআরের একজন অধিনায়কের পাশাপাশি প্রয়োজন রয়েছে উইকেটকিপার ব্যাটারের। সেই সবটাই সম্পূর্ণ হয়ে যেত কেএল রাহুলকে নিতে পারলে।
কিন্তু দিল্লি ক্যাপিটালস সোয়াপ ডিলে যে প্রস্তাব দিচ্ছে তাতে কোনওভাবেই রাজি হতে পারছে না নাইট রাইডার্স। অর্থাৎ কেএল রাহুল যে নাইটদের হাতছাড়া একপ্রকার হয়েই গেল তা বলাই যায়।







