এল ক্লাসিকো হার এবং ওই ম্যাচে বিতর্কের কেন্দ্রে থাকার পরও স্প্যানিশ সংবাদমাধ্যমে খবরের শিরোনামে লামিন ইয়ামাল। এবার তিনি বিলাসবহুল একটি বাড়ি কিনতে চলেছেন। বাড়িটি আবার বার্সেলোনার প্রাক্তন তারকা জেরার্ড পিকে আর তার প্রাক্তন স্ত্রী শাকিরার। বাড়িটির বর্তমান দাম প্রায় ২০০ কোটি টাকা!
বার্সেলোনার এক অভিজাত এলাকায় ৩ হাজার ৮০০ বর্গমিটারের বাড়িটি ২০১২-য় তৈরি হয়েছিল। সেই বাড়িটিই এবার কিনবেন ইয়ামাল। এই বাড়িতে রয়েছে ৬টি বেডরুম, ৫টি বাথরুম, ৬টি বারান্দা, একটি ইনডোর ও একটি আউটডোর সুইমিং পুল, একটি টেনিস কোর্ট, একটি জিম ও একটি স্টুডিও। স্পেনের জনপ্রিয় ম্যাগাজিন এল পেইস জানিয়েছে, ইয়ামাল ইতিমধ্যে ১১ মিলিয়ন ইউরো দিয়ে দিয়েছেন বাড়ির মালিককে! বার্সেলোনা তার সঙ্গে আগামি ৬ মরশুমের চুক্তি করেছে। তাতে ১৮ বছরের ফুটবলারের মাসিক বেতন হবে ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের কাছাছাছি!
কারা থাকবেন এত বড় বাড়িতে? ইয়ামাল বরাবরই জানিয়েছেন, তার মা, বাবা আর ঠাকুমার সঙ্গে তিনি থাকবেন। এবার তার সঙ্গে স্প্যানিশ সংবাদমাধ্যম যোগ করেছে, ইয়ামালের বিশেষ বান্ধবীও থাকতে পারেন। ২৫ বছর বয়সী আর্জেন্তাইন পপ সিঙ্গার নিকি নিকোলের সঙ্গে ইয়ামালের সম্পর্ক বেশ গভীর বলে জানাচ্ছে বিভিন্ন স্প্যানিশ ট্যাবলয়েড। নিকি সম্প্রতি একটি ম্যাগাজিনকে বলেওছিলেন তার সঙ্গে ইয়ামালের অন্তরঙ্গতা গভীর।
এদিকে বার্সেলোনার সহকারী কোচ মার্কাস সর্গ বলেছেন, এল ক্লাসিকোর আগে সোশ্যাল মিডিয়ায় রিয়াল মাদ্রিদ সম্পর্কে ইয়ামালের মন্তব্যটা করা উচিত হয়নি। তার প্রভাব ম্যাচে ওর খেলায় পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের লাইভে ইয়ামাল মজার ছলে বলেছিলেন, ‘রিয়াল মাদ্রিদ সবসময় চুরি করে আর অভিযোগ জানায়।’ এল ক্লাসিকোয় হারের পর মাদ্রিদ অধিনায়ক ড্যানি কার্ভাহাল ও তাঁর সতীর্থরা ইয়ামালের দিকে তেড়ে যান। ম্যাচে তর্কাতর্কির সৃষ্টি হয়, পরিস্থিতি গরম হয়।






