ইস্টবেঙ্গলকে রুখে দিয়েছিল। এবার সেই ডেম্পোর(Dempo Sc) সামনে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। ধারেভারে এগিয়ে থাকলেও, ডেম্পোকে কিন্তু একেবারেই হাল্কা ভাবে নিচ্ছেন না মোহনবাগান(MBSG) কোচ হোসে মোলিনা(Jose Molina)। কারণ গত ম্যাচে তারা দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ইস্টবেঙ্গলকে আটকে দিয়েছিল। সেই কথা মাথায় রেখেই অত্যন্ত সতর্ক হোসে মোলিনা(Jose Molina)। ইস্টবেঙ্গলের করা ভুল গুলো যাতে তাঁর দল না করে সেদিকেই বাড়তি নজর দিচ্ছেন তিনি। সেইসঙ্গে গোয়ার আবহাওয়াটাও খানিকটা চিন্তায় রাখছে মোহনবাগান কোচ মোলিনাকে(Jose Molina)। কারণ গোয়ার বৃষ্টিতে বারবারই সমস্যায় পড়তে দেখা গিয়েছিল মোহনবাগানকে। বিশেষ করে বল বাড়ানো এবং রিসিভ করার ক্ষেত্রেই সমস্যায় পড়েছিল সবুজ-মেরুন ব্রিগেড।
সেই কারণে তো ভালোভাবেই ডেম্পোর ম্যাচ দেখেছে গোটা দল। সেইভাবেই নিজেদের ছকও প্রস্তুত করেছেন মোহনবাগান কোচ হোসে মোলিনা(Jose Molina)। কিন্তু ডেম্পোকে নিয়ে যেন একটু বাড়তিই সতর্ক তারা। কারণ আবহাওয়া(Climate) যদি আগের দিনের মতোই থাকে, তবে লোকাল দল হিসাবে সেই সুযোগ সম্পূর্ণভাবে কাজে লাগাবে ডেম্পো। সেই মতোই প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা মেপেই শেষ মুহূর্তের প্রস্তুতি সারল মোহনবাগান।
শোনাযাচ্ছে এই ম্যাচেও নাকি দলে খুব একটা পরিবর্তন আনার ভাবনা নেই হোসে মোলিনার। গত ম্যাচে জোড়া গোল করেছিলেন ম্যাকলরেন। সেইসঙ্গে লিস্টন, মনবীররাও ছিলেন ছন্দে। এই ম্যাচেও তাদের ওপরই হয়ত ভরসা রাখতে চলেছেন মোলিনা। শিল্ড জিতে এই মুহূর্তে মোহনবাগান যে বেশ আত্মবিশ্বাসী তা প্রথম ম্যাচেই বোঝা গিয়েছে। এখন তাদের লক্ষ্য সুপার কাপ।
সেখানে চেন্নাইকে হারিয়ে বেশ কয়েকধাপ এগিয়ে গিয়েছে মোহনবাগান। এবার ডেম্পোকে হারাতে পারলেই কার্যত পরের রাউন্ডের দিকে অনেকটাই এগিয়ে যাবে তারা। সেই কারণেই তো মোলিনার মুখে বারবারই সাবধানতার কথা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।







