রঞ্জি ট্রফিতে(Ranji Trophy) দুরন্ত পারফরম্যান্স করেও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা পেলেন না মহম্মদ সামি(Mohammed Shami)। বাংলার হয়ে প্রথম দুটো ম্যাচে খেলেছিলেন মহম্মদ সামি। দুই ম্যাচেই সামির ঝুলিতে এসেছিল উইকেট। এরপর অনেকেই প্রত্যাশা করেছিল যে সামি হয়ত ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন। কিন্তু শেষপর্যন্ত তা হল না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ব্রাত্য মহম্মদ সামি(Mohammed Shami)। তবে এই সিরিজেই চোট কাটিয়ে ফিরলেন ঋষভ পন্থ। শুভমন গিলের(Shubman Gill) নেতৃত্বে সহ অধিনায়কের দায়িত্ব ঋষভ পন্থের(Rishabh Pant) কাঁধেই
এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কী প্রধান নির্বাচকের বিরুদ্ধে মুখ খোলার জেরেই ভারতীয় দলে জায়গা হল না মহম্মদ সামির। কারণ রঞ্জি ট্রফি শুরুর আগেই প্রধান নির্বাচক অজিত আগরকরের(Ajit Agarkar) সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছিলেন মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে সুযোগ না পাওয়ার ক্ষেত্রে আগরকরের দিকেই আঙুল তুলেছিলেন তিনি। একইরকমভাবে আবার পাল্টা দিয়েছিলেন অজিত আগরকরও।
🚨 News 🚨#TeamIndia squad for Test series against South Africa and India A squad against South Africa A announced.
Details 🔽 | @IDFCFIRSTBank https://t.co/dP8C8RuwXJ
— BCCI (@BCCI) November 5, 2025
এরপর মাঠ থেকেই জবাবটা দিয়েছিলেন মহম্মদ সামি। বাংলার হয়ে দুই ম্যাচ মিলিয়ে সামি(Mohammed Shami) একাই তুলে নিয়েছিলেন ১৫টি উইকেট। যদিও তৃতীয় ম্যাচে ত্রিপুরার বিরুদ্ধে নেই মহম্মদ সামি। অনেকেই মনে করছিলেন যে হয়ত এবার ভারতীয় দলে ডাক পেতে চলেছেন সামি। বুধবারই ভারতীয় দল ঘোষণা হয়েছে ভারতের টেস্ট স্কোয়াড।
ভারতীয় দলের টেস্ট স্কোয়াড
শুভমন গিল, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদূত পাড়িক্কল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর পটেল, নীতিশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকশদীপ।
আগামী ১৪ নভেম্বর ইডেন গার্ডেন্সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে ভারতীয় দল।







