রঞ্জি ট্রফিতে(Ranji Trophy) এবার দুরন্ত ফর্মে বাংলা(Bengal)। দুইয়ে দুই। শাহবাজ আহমেদ(Shahbaz Ahmed), মহম্মদ সামির(Mohammed Shami) হাত ধরে ঘরের মাঠে গুজরাতকেও হেলায় হারাল বঙ্গ ব্রিগেড। সেইসঙ্গেই এক ম্যাচে ৮ উইকেট তুলে নিয়ে অজিত আগরকরকে ফের হয়ত ওকটা জবাব দিলেন মহম্মদ সামি(Mohammed Shami)। পরপর দুই ম্যাচেই ছয় পয়েন্ট তুলে নিল বাংলা। ইডেনে গুজরাতকে এদিল ১৪১ রানে হারাল বঙ্গ ব্রিগেড। দ্বিতীয় ইনিংসে একাই পাঁচ উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সামি(Mohammed Shami)।
প্রথম ইনিংসে ছয় উইকেট তুলে নিয়ে গুজরাতের ব্যাটিং লাইনআপকে শেষ করে দিয়েছিলেন শাহবাজ আহমেদ(Shahbaz Ahmed)। লিড নিয়েই দ্বিতীয় ইনিংসে নেমেছিল বাংলা। তিন পয়েন্ট আগেই পাকা হয়ে গিয়েছিল। কিন্তু লক্ষ্মীরতন শুক্লার(Laxmiratan Shukla) দলের লক্ষ্য ছিল ছয় পয়েন্ট। তবে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও কিন্তু বাংলার ব্যাটাররা খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। সুদীপ ঘরামির(Sudip Gharami) ৫৪ এবং অনুস্টুপ মজুমদারের(Anustup Majumdar) ৫৮ রান বাদ দিলে বাংলার অন্যান্য ব্যাটাররা অবশ্য সেভাবে সফল হতে পারেননি। লিড থাকার সুবাদে অনেকটাই এগিয়ে গিয়েছিল বাংলা(Bengal)।
শেষপর্যন্ত ৮ উইকেট হারানোর পরই ২১৪ রানে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ(Abhimanyu Easwaran)। বাংলা লিড নিয়েছিল ৩২৮ রানের। ব্যাটাররা বড় রানের ঝলক না দেখাতে পারলেও, ইডেনের বাইশগজে দুরন্ত ফর্মে ছিলেন বাংলার বোলাররা।
সেইসঙ্গে বিধ্বংসী মেজাজে ছিলেন মহম্মদ সামি(Mohammed Shami)। ওপেনিং থেকে মিডল অর্ডার তিনি এবং শাহবাজ(Shahbaz Ahmed) মিলেই শেষ করে দেন। সামি একাই তুলে নেন পাঁচ উইকেট। সঙ্গে তিন উইকেট শিকার শাহবাজের। ১৮৫ রানেই গুজরাতকে থামিয়ে দেয় বাংলা। সেইসঙ্গে দুই ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অনেকটাই এগিয়েও গেল বঙ্গ ব্রিগেড।
তবে ম্যাচের সেরা হয়েছেন শাহবাজ আহমেদ। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেটের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ২০ রানও রয়েছে তাঁর।






