অস্ট্রেলিয়ার(Australia) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। কিন্তু সেখানেই প্রথম তিন ম্যাচে খেলতে পারবেন না ভারতের তরুণ ক্রিকেটার নীতিশ রেড্ডি(Nitish Reddy)। চোট সারিয়ে তিনি এখনও পর্যন্ত পুরোপুরি সেরে উঠতে পারেননি। আপাতত প্রথম তিন টি টোয়েন্টিতে তাঁকে মাঠের বাইরেই থাকতে হবে। হার্দিকের(Hardik Pandya) অনুপস্থিতিতে এটাই নীতিশের(Nitish Reddy) কাছে সবচেয়ে বড় একটা সুযোগ ছিল। কিন্তু একটা চোটই সব আশা করে দিল নীতিশ রেড্ডির।
অস্ট্রেলিয়ার বিরদ্ধে ভারতের ওডিআই স্কোয়াডে ছিলেন নীতিশ কুমার রেড্ডি(Nitish Reddy)। সেখানেও প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সেই ম্যাচে নীতিশের ক্যামিও পারফরম্যান্স ভারতের রান এগনোর ক্ষেত্রে খানিকটা সাহায্য করেছিল। কিন্তু অ্যাডিলেডেই ঘটে অঘটন। সেখানে চোট পান তিনি। পেশীতে চোট পাওয়ার পর থেকেই ছিটকে যান নীতিশ রেড্ডি।
মনে করা হচ্ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টি টোয়েন্টি সিরিজেই হয়ত ভারতীয় দলে ফিরে আসতে পারবেন তিনি। সেই মতো চেষ্টাও চলছিল। কিন্তু তাঁর সেরে উঠতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম তিনটি টি টোয়েন্টিতে মাঠের বাইরেই থাকবেন এই তরুণ ক্রিকেটার।
চোটের কারণে এই সফরে নেই হার্দিক পাণ্ডিয়া। তাঁর পরিবর্তেই যে নীতিশ রেড্ডিকে ভাবা হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সে নীতিশই এখন চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। নিজেকে প্রমাণ করার একটা বড় সুযোগ পেয়েও শেষপর্যন্ত তা হাতছাড়াই করতে হল সানরাইজার্স হায়দরাবাদের এই তারকা ক্রিকেটারকে।






