শুক্রবার ডার্বি(Kolkata Derby)। সেই মহারণের আগে স্ট্র্যাটেজি গোপনে বিশেষ কৌশল ইস্টবেঙ্গল(Eastbengal) কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। ম্যাচের আগের মাত্র ২৫ মিনিটের প্রস্তুতি। তাও আবার শুধুই সেটপিস সারলেন হিরোশি(Hiroshi Ibusuki), মিগুয়েল(Miguel) থেকে মহেশ(Naorem Mahesh), আনোয়াররা(Anwar Ali)। গোল পার্থক্যে এগিয়ে থেকে নামছে ইস্টবেঙ্গল(Eastbengal)। কিন্তু ডার্বির মঞ্চ সবসময়ই আলাদা। সেভাবেই নীলনক্সাও কষেছেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ। সম্ভবত উইনিং কম্বিনেশন নিয়ে খুব একটা বদল করতে নারাজ ইস্টবেঙ্গল কোচ। সেই কারণে তো মোহনবাগানের(Mohunbagan) বিরুদ্ধে ৪-৫-১ ছকেই নামার পরিকল্পনা করছেন তিনি। আক্রমণের আগে প্রতিপক্ষের বিরুদ্ধে দলের রক্ষণকেই জমাট রাখতে চাইছেন অস্কার ব্রুজোঁ।
এই ম্যাচ ড্র করতে পারলেই সেমিফাইনালের টিকিট পাকা হয়ে যাবে লাল-হলুদ ব্রিগেডের(Mohunbagan)। কিন্তু ডার্বির মঞ্চে জিততে মরিয়া ইস্টবেঙ্গল(Eastbengal)। তবে সেইসঙ্গে বাড়তি সতর্কও অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। সেই কারণেই রক্ষণ খানিকটা শক্তিশালী করেই মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন তিনি। আর সেইসঙ্গে গত ম্যাচের পারফরম্যান্সটা যে ইস্টবেঙ্গল শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
গত ম্যাচের শুরু থেকেই মিগুয়েলকে(Miguel) ব্যবহার করেছিলেন অস্কার(Oscar Bruzon)। এই ম্যাচেও যে সেই পরিকল্পনা সেভাবে বদলাবেন না তা বলাই যায়। সেইসঙ্গে মোহনবাগানের শেষ ম্যাচে ভালোভাবে নজর রেখেছিলেন তিনি। তাদের শক্তি দুর্বলতা দেখেই যে ছক সাজাচ্ছেন তা বলাই যায়।
শেষ ম্যাচে দুরন্ত ফর্মে ছিলেন নাওরেম মহেশ। এই ম্যাচেও যে অস্কারের বাজি হতে চলেছেন তিনি তা বলাই বাহুল্য। সেইসঙ্গে ফর্মে রয়েছেন ক্রেসপো, বিপিনদের মতো তারকারা। এই ম্যাচেও হয়ত প্রথম থেকে হিরোশিকে ব্যবহার করবেন না অস্কার। তবে গত ম্যাচে হিরোশি লাল-হলুদ জার্সিতে গোল পেয়েছেন। সেটা যে এই জাপানি তারকার আত্মবিশ্বাস বাড়াচ্ছে তা বলাই যায়। শুক্রবার শেষপর্যন্ত কার মুখে হাসি ফোটে সেটাই দেখার।







