ডেম্পোর সঙ্গে মোহনবাগানের ড্র হতেই উচ্ছ্বাস ইস্টবেঙ্গল টিম হোটেলে। উচ্ছ্বসিত কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। না তবে সেটা ছিল সাময়িক কিছুক্ষণের জন্য। মনেপ্রাণে তারা চেয়েছিল যে মোহনবাগানকে(Mohunbagan) রুখে দিক ডেম্পো। অবশেষে সেটাই হয়েছে। আর এই ঘটনাটা যে লাল-হলুদ শিবিরে(Eastbengal) বাড়তি অক্সিজেন যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। মুখে না বললেও, অস্কারের হাবেভাবে তা ছিল স্পষ্ট। ঘনিষ্ঠমহলে সেই উচ্ছ্বাসি তো ধরা পড়েছে অস্কারের(Oscar Bruzon)। গোল ব্যবধানে এগিয়ে থেকে নামছে ইস্টবেঙ্গল। তবুও সতর্ক লাল-হলুদ কোচ। মোহনবাগানের ম্যাচ দেখেই তৈরি হচ্ছে ইস্টবেঙ্গলের নীলনক্সা। বুধবার প্রস্তুতিতে ছুটি। সোমবারই চূড়ান্ত প্রস্তুতি সারবে লাল-হলুদ ব্রিগেড।
শেষ ম্যাচ চার গোলে জেতায় অনেকটাই এগিয়ে গিয়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। ডার্বির মতো হাই ভোল্টেজ ম্যাচে নামার আগে এটা যে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে ইস্টবেঙ্গল দলকে তা বলার অপেক্ষা রাখে না। গত মঙ্গলবার ম্যাচ শেষের পর থেকেই নিজের কোচিং স্টাফেদের নিয়ে অস্কার(Oscar Bruzon) চোখ রেখেছিলেন মোহনবাগান ম্যাচে। সেখানেই তাদের শক্তি দুর্বলতা মেপে নিয়েছেন অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)।
বুধবার প্রস্তুতি না থাকলেও, সারাদিনই কার্যত চলল ডার্বি জয়ের নানান ছক কষা। ফুটবলারদের হাল্কা জিম সেশনই ছিল টিম হোটেলে। ডার্বির আগে ফুটবলারদের একটু বিশ্রামেই রাখতে চাইছেন ইস্টবেঙ্গল(Eastbengal) কোচ। এছাড়া গোয়ায় প্রবল বৃষ্টি। রাস্তায় জল দাঁডিয়ে গিয়েছে। সেই কারণেও বাড়তি ঝুঁকি নিতে নারাজ তিনি।
আগামী ৩১ অক্টোবর সুপার কাপের মঞ্চে মহারণ। সেখানেই শিল্ডের বদলা অস্কার নিতে পারেন কিনা সেটাই দেখার।






