চেন্নাইয়িন এফসিকে হারিয়ে লড়াইয়ে ফিরেছে। কিন্তু এতটুকুতেই উচ্ছ্বসিত হতে নারাজ ইস্টবেঙ্গল(Eastbengal) কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzo)। চেন্নাইকে ৪-০ গোলে হারানোর পরই ডার্বির দামামা বাজয়ে দিলেন লাল-হলুদ কোচ। ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরেই অস্কারের(Oscar Bruzon) সাফ বার্তা। চেন্নাই ম্যাচ এখন তাদের কাছে অতীত হয়ে গিয়েছে। এই মুহূর্তে থেকে তাদের লক্ষ্য শুধুই ডার্বি। কারণ পরের ম্যাচেই যে চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। সেই কারণে তো হোটেলে ফিরেই সোজা মোহনবাগানের(Mohunbagan) ম্যাচ দেখতে বসে পড়েছিলেন অস্কার। এখন থেকেই চির প্রতিদ্বন্দ্বীদের মেপে নিতে চাইছেন তিনি।
ডেম্পোর বিরুদ্ধে ড্র করলেও এদিন চেন্নাইয়িন এফসির(Chennaiyin Fc) বিরুদ্ধে শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। শুরু থেকেই মিগুয়েলকে খেলিয়ে আক্রমণাত্মক ফুটবলেরই ছিক ছিল তাঁর। আর তাতেই এসেছে সাফল্য। চেন্নাইকে চার গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু ম্যাচ শেষে একেবারেই তৃপ্ত হতে নারাজ কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। কারণ সামনে এখন বড় ম্যাচ। পরের ম্যাচেই সুপার কাপে ডার্বি। আর পরবর্তী পর্বে পৌঁছতে হলে সেই ম্যাচ জেতাই এখন প্রধান চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের।
ম্যাচ জয়ের পর সেটাই কার্যত ফুটবলারদের বুঝিয়ে দিয়েছেন অস্কার ব্রুজোঁ। পারফরম্যান্সে খুশি তো অবশ্যই হয়েছেন। কিন্তু এখন আর চেন্নাই ম্যাচ নিয়ে ভাবতে নারাজ তিনি। ফুটবলারদে বুঝিয়ে দিয়েছেন, যে সামনের ম্যাচে এখন থেকেই ফোকাস করতে হবে। ড্রেসিংরুমে ফিরেই সেই কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি।
নিজেও এখন থেকেই বোধহয় ছক কষতে আরম্ভও করে দিয়েছেন। ম্যাচ শেষেই হোটেলে ফেরার তাড়া। কারণ একটাই, মোহনবাগানের ম্যাচ দেখা। হোটেলে ফিরেই চোখ রেখেছিলেন টিভির পর্দায়। মোহনবাগান বনাম ডেম্পো ম্যাচেই নজর ছিল তাঁর। এখন থেকেই প্রতিপক্ষকে ভালো করে দেখে নিতে চাইছেন তিনি।
বুধবার ইস্টবেঙ্গলের অনুশীলনে ছুটি। বৃহস্পতিবারই ডার্বির প্রস্তুতিতে নেমে পডড়বে ইস্টবেঙ্গল।






