শিল্ড ফাইনাল এখন অতীত। মোহনবাগানকে(Mohunbagan) একেবারেই ভয় পাচ্ছে না ইস্টবেঙ্গল(Eastbengal) ব্রিগেড। ডার্বিতে নামার আগেই সাফ বার্তা লাল-হলুদ কোচের। মোহনবাগান(Mohunbagan) আন্তর্জাতিক স্তরে খেললেও, তারাও যে এই মুহূর্তে ভারতের সেরা দলের তালিকায় নিজেদের নিয়ে চলে গিয়েছে তা স্পষ্ট ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁর(Oscar Bruzon) কথায়। শেষ ম্যাচে বড় জয় পেয়েছে ইস্টবেঙ্গল। সেই আত্মবিশ্বাস তো রয়েছেই। মোহনবাগানের শক্তি দুর্বলতা সম্বন্ধেও বেশ ওয়াকিবহাল ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। তারা যে প্রস্তুত সেই কথাই শোনা গেল অস্কারের(Oscar Bruzon) মুখে।
ম্যাচের আগের দিন অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon) জানান, “মোহনবাগানের সঙ্গে সবসময়ই আমাদের এক গ্রুপে রাখা হয়। শেষ ১১ টি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ তাদের সঙ্গে খেলা হয়ে গিয়েছে আমাদের। আমরা ভালোভাবেই প্রস্তুত। শেষ ম্যাচে হেরেছি ঠিকই, কিন্তু এই ডার্বিতে মোহনবাগানকে হারাতে আমরা প্রস্তুত”।
শেষ ম্যাচে দুরন্ত ফর্মে ছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। এই ম্যাচেও সেই উইনিং কম্বিনেশনই ধরে রাখতে চাইছেন অস্কার ব্রুজোঁ। প্রতিপক্ষের শক্তি দুর্বলতা দেখে নিজেদের তৈরিও করে ফেলেছে লাল-হলুদ ব্রিগেড। ধারেভারে যে মোহনবাগান এগিয়ে রয়েছে তাও কিন্তু মানতে নারাজ অস্কার ব্রুজোঁ। তাঁর সাফ কথা মোহনবাগান আন্তর্জাতিক প্রতিযোগিতা খেলার পাশাপাশি দেশের সেরা দল হলেও, তারাও কিন্তু সেই জায়গাতেই নিজেদের পৌঁছে দিয়েছে।
অস্কার জানান, “মোহনবাগান এই মুহূর্তে দেশের সেরা দল হতে পারে। আন্তর্জাতিক প্রতিযোগিতা খেলতে পারে ঠিকই, কিন্তু আমরাও নিজেদের সেরা জায়গায় নিয়ে গিয়েছি”।






