অল্পের জন্য হাতছাড়া সৌরভের(Sourav Ganguly)। পারেননি পঙ্কজ রায়ও। অবশেষে বাংলায় এল বিশ্বকাপ। তাও আবার এক বঙ্গ তনয়ার হাত ধরে। বাংলার বিশ্বকাপ জয়ী তারকার নাম রিচা ঘোষ(Rich Ghosh)। এদিন ভারত যেমন ইতিহাস তৈরি করল। তেমনই বাংলার মেয়ে রিচাও নিজের নাম লেখালেন ইতিহাসের পাতায়। প্রথম বাঙালি তো তিনিই, যাঁর হাতে উঠল বিশ্বকাপ ট্রফিটা। ম্যাচ শেষে সেই রিচার(Rich Ghosh) মুখ থেকেই ঝড়ে পড়ল শুধুই আবেগের ভাষা।
২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বকাপ ফাইনালে হার। মন ভেঙেছিল অগণিত বাঙালির। এরপর ভারত বিশ্বকাপ জিতলেও, কোনও বাঙালির হাতে ওঠেনি সেই বিশ্বকাপ। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন বঙ্গ তনয়া রিচা ঘোষ(Richa Ghosh)। তাঁর নামের পাশে এখন থেকে লেখা থাকবে বিশ্বকাপ জয়ী।
ভারতের বিশ্বকাপ জয়ের পিছনে তাঁর অবদানও খুব একটা কম নয়। বিশেষ করে ফাইনালের মঞ্চে শেষ মুহূর্তে রিচা ঘোষের ঝোড়ো ইনিংসটাই তো ভারতের রান ২৯৮-এ পৌঁছতে সাহায্য করেছিল। এছাড়া গুরুত্বপূর্ণ সময়ে তাঁর স্টাম্পটি।
ম্যাচ শেষে রিচা ঘোষও আবেগতাড়িত। বলেই ফেললেন এই একটা মুহূর্তের অপেক্ষাতেই তো আমরা সকলে ছিলাম। বিশ্বজয় হয়ে গিয়েছে। এবার বাংলার মেয়ের বাংলায় ফেরার পালা।







