বৃষ্টিতে প্রথম টি টোয়েন্টি পরিত্যক্ত। কিন্তু এই খারাপের মাঝেও ভারতের প্রাপ্তি সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav) ফর্ম ফেরা। দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ফর্মে ফিরলেন ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক। প্রবল বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও, শেষপর্যন্ত ক্রিজে থাকলেন সূর্যকুমার(Suryakumar Yadav)। ২৪ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংসও খেললেন। বড় রানের লক্ষ্যে থাকলেও বৃষ্টি সেখানেই ভিলেন। প্রথম ম্যাচে খেলা হল মাত্র ৯ ওভার চার বল। ভারতের রান ছিল তখন ১ উইকেটে ৯৭। সূর্যকুমারের পাশাপাশি ক্রিজে ৩৭ রানে অপরাজিত ছিলেন শুভমন গিলও(Shubman Gill)।
ওডিআই সিরিজ হারের পর টি টোয়েন্টি সিরিজ দিয়েই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারত(India Cricket Team)। সেইসঙ্গে একটানা ব্যর্থ হওয়ার পর সূর্যকুমার যাদবেরও(Suryakumar Yadav) এটাই ফিরে আসার লড়াই। শুরুটা করেওছিলেন দুরন্ত ভাবে। কিন্তু ক্যানেবেরার আবহাওয়াই সঙ্গ দিল না। এদিন শুরু থেকেই ছিল আকাশের মুখ ভার। বৃষ্টির পূর্বাভাসও ছিল।
টস জিতে প্রথমে অস্ট্রেলিয়ার বোলিংয়ের সিদ্ধান্ত। কিন্তু বৃষ্টির দাপটে ম্যাচ শুরু করাই ছিল চিন্তার। যদিও শুরু হতেই বৃষ্টিতে বন্ধ বেশ কিছুক্ষণ। পরে ম্যাচ শুরু হলে ওভার কমানো হয় ২০ এর বলে ১৮ ওভারে। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অভিষেক শর্মা। কিন্তু ১৯ রানেই থামতে হয় তাঁকে। তবে এদিন সকলের নজর ছিল সূর্যকুমার যাদবের দিকে।
শুভমন গিলের(Shubman Gill) সঙ্গে মাঠে আসার পর থেকেই বেশ বিধ্বংসী মেজাজে ছিলেন ভারতীয় দলের তারকা অধিনায়ক। ওইটুকু সময়ের মধ্যেই শুভমন গিলের সঙ্গে ৬২ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন সূর্যকুমার যাদব। সেখানেই সূর্যের রান ২৪ বলে ৩৯। একাই কার্যত শেষ করে দিয়েছলেন প্রতিপক্ষের বোলিং লাইনআপকে।
অন্যদিকে শুভমন গিলও ছিলেন নিজের ছন্দে। ২০ বলে ৩৭ রানের ইনিংস খেলেন তিনিও।







