অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল(India Cricket Team)। সেখানে নামার আগে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav) ফর্ম নিয়েই এখন যত কথা বার্তা চলছে। তবে ভারত অধিনায়ক বেশ আত্মবিশ্বাসী। তিনি পারফরম্যান্সের গ্রাফ যে নিম্নমুখী সেই কথা ভলোভাবেই জানেন সূর্যকুমার(Suryakumar Yadav)। তবে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই যে তিনি ফর্মে ফিরবেন সেই ব্যপারেও বেশ আশাবাদী সূর্যকুমার যাদব।
শেষবার এশিয়া কাপেই(Asia Cup) টি টোয়েন্টি ফর্ম্যাটে খেলেছিল ভারত। সেই প্রতিযোগিতা ভারতীয় দল জিতলেও, সূর্যের(Suryakumar Yadav) পারফরম্যান্স কিন্তু একেবারেই ভালো ছিল না। শেষ ১১ টি টোয়েন্টিতে সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav) রান মাত্র ১০০। আর সেটা যে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখার জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না। সূর্যকুমার যাদবের পারফরম্যান্স নিয়ে সমালোচনাও কম হয়নি।
এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেখানে সূর্যকুমার কী পারবেন ফর্মে ফিরতে। এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলের অন্দর মহলে। তবে সূর্যকুমার কিন্তু বেশ আশাবাদী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফর্মে ফেরার জন্য সেভাবে নিজের প্রস্তুতিও চালাচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক।
সূর্যকুমার যাদব জানিয়েছেন, “আমার মনে হচ্ছে আমি সত্যিই এখন কঠোর পরিশ্রম করছি। ব্যপারটা একেবারেই এমন নয় যে আমি আগেও কঠোর পরিশ্রম করছিলাম না। তখনও যেমন ছিল এখনো ব্যপারটা তেমনই। ঘরের মাঠের পাশাপাশি এখানেও কিন্তু আমার বেশ কিছু ভালো পারফরম্যান্স রয়েছে। রান অবশ্যই আসবে। তবে দলের জন্য পরিশ্রম করাটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়”।
ওডিআই সিরিজে ভারত হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। এবার টি টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়া জিততে পারে কিনা সেটাই এখন দেখার।






