বন্ধু বিরাটকে আগে কেন পছন্দ করতেন না, জানালেন ডিভিলিয়ার্স

বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্স – দুই বন্ধু, দুই সতীর্থ, দুই কিংবদন্তি। আর আরসিবিতে তাঁদের বন্ধুত্বটাও কিংবদন্তি হয়ে গিয়েছে। সেই বন্ধু কোহলির সম্পর্কে বিরাট মূল্যায়ন এবির। তিনি জানিয়ে দিলেন, বন্ধুত্ব হওয়ার আগে চিনতাম বিরাটকে, কিন্তু পছন্দ করতাম না। কারণ ও এত ভাল ক্রিকেটার এবং আমারই মত এত লড়াকু যে ওর বিরুদ্ধে খেলাটা ছিল সত্যিই খুব যন্ত্রণার। ১৪ বছর পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। সেই অবসর নিয়ে বিশেষজ্ঞদের নানান মূল্যায়ন। নানা মত। কেন এত তাড়াতাড়ি অবসর নিলেন, সেটা নিয়ে বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। কৃষ্ণমাচারি শ্রীকান্ত তো বলেই দিয়েছেন তিনি এখনও নিবার্চক প্রধান থাকলে কোহলিকে সিদ্ধান্ত বদলাতে রাজি করাতেন। এবং বোর্ডের উচিত ছিল, কোহলিকে নেতৃত্ব দেওয়া। মনে করেন চিকা। এমন আবহেই কোহলি সম্পর্কে এমন মূল্যায়ন করে বন্ধুর প্রতি তাঁর কতটা শ্রদ্ধা, এবি বুঝিয়ে দিলেন আবার। ডিভিলিয়ার্স জানান, যখন দুজনে প্রতিপক্ষ দলে খেলতেন, তখন দুজনের একই রকম লড়াকু মানসিকতা হওয়ায় অনেক অসন্তাষ তৈরি হত। কিন্তু যখন ওকে ভালভাবে জানলাম, তখন আমরা ফ্যামিলি ফ্রেন্ড হয়ে উঠলাম। ভাই হয়ে উঠলাম। এবং উইকেটে দুজনের জুটিটাও উপভোগ করতে লাগলাম। ২০১১ সালে এবি আরসিবিতে যোগ দেন। ২০২১-এ আইপিএলের পর অবসর নেওয়ার আগে পর্যন্ত ১১ বছর কোহলির সঙ্গে জুটি বেঁধে খেলেছেন। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা জুটি। আইপিএলের ইতিহাসে জুটিতে সবচেয়ে বেশি রান। ৭৬ ম্যাচে ৩ হাজার ১২৩ রান। দশটি শতরানের পার্টনারশিপ। সেই বন্ধুর অবসরের সময় এবি তো একটু বেশি আবেগপ্রবণ হবেনই!
কোহলির সমালোচকদের কড়া ভাষায় বিঁধলেন এবি ডিভিলিয়ার্স

আবার বন্ধু বিরাট কোহলির প্রশংসায় উচ্ছ্বসিত এবি ডিভিলিয়ার্স। কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন যাঁরা, সেই সমালোচকদের কড়া জবাব দিলেন এবি। সমালোচকদের তালিকায় ছিলেন সুনীল গাভাসকর ও বীরেন্দ্র সওয়াগ। নিজের ব্যাখ্যা দিয়ে সবাইকেই জবাব দিয়েছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি। সিএসকের বিরুদ্ধে কোহলির দুরন্ত ৬২ রান কঠিন ম্যাচে আরসিবিকে ২ রানে জিততে সাহায্য করে। একই সঙ্গে টেবিলের শীর্ষে চলে যায় আরসিবি। তারপর ডিভিলিয়ার্স বলেন, “বিরাট সব সময়ই আছে। ও আরসিবির মিস্টার সেফটি। ও যতক্ষণ আছে, ততক্ষণ ভয়ের কিছু নেই। এটাই ঘটনা। কোনও কিছুই বদলায়নি। ৬২ রানের ইনিংসে ও প্রায় ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করেছে। এবার কে কী বলবে। “ কোহলি আইপিএলে যুগ্মভাবে সবচেয়ে মন্থর শতরান করার পর ইনস্টাগ্রাম পোস্টে তাঁর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করেছিলেন গাভাসকর ও সেওয়াগ। সেওয়াগ জানিয়ে ছিলেন অর্ধশতরান করার পর কোহলির আরও আক্রমণাত্মক হওয়া উচিত ছিল। গাভাসকরও একইভাবে সমালোচনা করেছিলেন। কোহলি এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ১১ ইনিংসে করেছেন ৫০৫ রান। তাঁর স্ট্রাইক রেট ১৪৩.৪৭। যা তাঁকে অরেঞ্জ ক্যাপের দৌড়ে সামনের দিকে রেখেছে। এই নিয়ে আইপিএলে রেকর্ড সংখ্যক ৮ বার ৫০০-র বেশি রান করলেন। তাই কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলাটা একেবারেই উচিত নয় বলে মনে করেন এবি।