ACC-র অফিস থেকে উধাও ট্রফি, কবে ট্রফি উঠবে ভারতীয় ক্রিকেটারদের হাতে

সূর্যকুমার যাদবরা(Suryakumar Yadav) কবে হাতে পাবেন এশিয়া কাপের(Asia Cup) ট্রফি! এই নিয়েই তড়জা এখন তুঙ্গে। মাঠের লড়াইয়ে না পেরে, এবার মাঠের বাইরে লড়াইটা শুরু করেছে পাকিস্তান। তাও আবার সামনাসামনি নয়। গোপনে গোপনেই সেই লড়াই করছে তারা। ভারতকে ট্রফি না দেওয়ার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের(ACC) হেড অফিস থেকেই ট্রফি উধাও করে দিলেন এসিসি প্রধান তথা পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি(Mohsin Naqvi)। তিনি আবার পাকিস্কানের আভ্যন্তরীন মন্ত্রীও। এশিয়া কাপ(Asia Cup) ট্রফি লুকিয়ে রেখেছেন তিনি। আর তাতেই বিশ্ব ক্রিকেটে ফের হৈচৈ শুরু হয়েছে। ফাইনালে পাকিস্তানকে(Pakistan) হারিয়ে এবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত(India Team)। প্রতিযোগিতার শুরু থেকেই ভারত নিজেদের অবস্থানে অনড় ছিল। পাক ক্রিকেটারদের সঙ্গে কোনওরকম সৌজন্য যেমন নয়। তেমনই কোনও পাক নাগরিকের হাত থেকে ট্রফি নিতেও অস্বীকার করেছিলেন সূর্যকুমার যাদবরা। প্রায় ৯০ মিনিট অপেক্ষা করতে হয়েছিল ভারতীয় দলকে। এরপরই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের(ACC) প্রধান মহসিন নাকভি(Mohsin Naqvi) ডায়াস থেকে ট্রফি সরিয়ে দেন। এরপর থেকেই ট্রফি হাতে পাননি ভারতীয় দলের ক্রিকেটাররা। আর এবার তো এসিসির হেড কোয়ার্টার থেকেই ট্রফি সরিয়ে দেওয়া হয়েছে। আর সেটা করেছেন খোদ এসিসি(ACC) প্রধান মহসিন নাকভি(Mohsin Naqvi)। আবু-ধাবিতেই কোনও একটা জায়গায় নাকি রাখা হয়েছে সেই ট্রফি। কিন্তু কোন জায়গাতে রাখা রয়েছে তা বলছেন না মহসিন নাকভি। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের এক প্রতিনিধি এসিসির হেড কোয়ার্টার যাওয়ার পরই এই ব্যপারটা সকলের সামনে আসে। সেখানে গিয়ে তিনি ট্রফির খোঁজ করার পরই জানতে পারেন যে মহসিন নাকভি নাকি ট্রফি সরিয়ে নিয়ে চলে গিয়েছেন। এরপরই উঠতে শুরু করেছে নানান প্রশ্ন। বিশেষ করে এসিসির চেয়ারম্যান হয়ে এমনটা তিনি করতে পারেন কেমনভাবে। আর কেনই ভাবে এসিসির ট্রফি লুকিয়ে রাখছেন তিনি। তবে কী ভারতকে ইচ্ছাকৃত ট্রফি দিতে চাইছে না বলেই এমনটা করছেন পাক মন্ত্রী। ক্রিকেট মহলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তড়জা। শেষপর্যন্ত কবে ভারতীয় ক্রিকেটারদের হাতে ওঠে এশিয়া কাপ, সেটাই দেখার অপেক্ষায় সকলে।
অ্যাথলেটিক্সে ‘বাংলার মুখ’ এসিসি

সোদপুরের এসিসি এখন হয়ে উঠেছে বাংলার অ্যাথলেটিক্সের আশা-ভরসা।
পাহেলগাম ঘটনায় ফঁাপড়ে আইসিসি

ভারত-পাকিস্তান ম্যাচের মুহূর্ত কি আর ক্রিকেট মঞ্চে দেখা যাবে না!
এশিয়া কাপের অনিশ্চয়তার মাঝে বিসিসিআিই জানাল, কোনও সিদ্ধান্ত হয়নি

এবার এশিয়া কাপ ক্রিকেট হবে তো? তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। এ বছরের সেপ্টেম্বর মাসে হওয়ার কথা এশিয়া কাপের। কিন্ত ভারত-পাকিস্তান টেনশনের আবহে বিসিসিআই এশিয়া কাপে খেলতেও চায় না এবং টুর্নামেন্ট আয়োজনও করতে চায় না। তার ফলেই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে ঘোর অনিশ্চয়তা। এমনই খবর ছড়িয়ে পড়ে সকাল থেকে। কিন্তু বিসিসিআিই সচিব দেবজিৎ সইকিয়া জানিয়ে দিলেন, এশিয়া কাপ নিয়ে এখনও কোনও আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তিনি আরও জানান, তাঁদের নজরে আসে এদিন সকাল থেকে বিভিন্ন খবর বেরোচ্ছে যে বিসিসিআই এশিয়া কাপে খেলতে চায় না। কিন্তু এই সমস্ত খবরকেই জল্পনা ও অনুমানভিত্তিক বলে জানান তিনি। প্রশ্ন উঠছে, যদি এই সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে নিজেদের এই অবস্থান কতদিন ধরে রাখতে পারবে বিসিসিআই? পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ ভারত না খেললে সেটা অন্য কথা, কিন্তু আইসিসি বা এসিসি-র টুর্নামেন্ট থেকে এভাবে কতদিন তারা নিজেদের সরিয়ে রাখতে পারবে? এদিকে এশিয়া কাপ নিয়ে প্রস্তুতি বেশ এগিয়েছে। আটটি টিম নিয়ে টুর্নামেন্ট হওয়ার কথা। এসিসির পূর্ণ সদস্য আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। এছাড়াও ২০২৪ এসিসি মেনস প্রিময়র কাপে প্রথম তিনটি স্থান দখল করায় খেলার ছাড়পত্র পেয়েছে হংকং, ওমান ও আরব আমিরশাহি। গতবারের মত এবারও সম্ভবত টি টোয়েন্টি ফরম্যাটে হতে পারে এশিয়া কাপ। গতবার এশিয়া কাপে চ্যা্ম্পিয়ন হয়েছিল ভারত।ফাইনালে শ্রীলঙ্কাকে হারায় ১০ উইকেটে। ২০২৩-এ একই কারণে ভারত পাকিস্তানে যেতে না চাওয়ায় এশিয়া কাপ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শেয পর্যন্ত হাইব্রিড মডেলে ভারতের খেলাগুলি হয় শ্রীলঙ্কায়।তারপর এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খলতে পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারত। ভারতের খেলাগুলি হয় দুবাইয়ে। এবার কী হবে? ভারত যদি শেষ পর্যন্ত খেলতে না চায় এশিয়া কাপ হবে তো?