আল জাওয়ারের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবলই অস্ত্র মানোলোর

মোহনবাগানের(MBSG) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটাই আল জাওয়ারের বিরদ্ধে নামার আত্মবিশ্বাস যোগাচ্ছে এফসি গোয়াকে(FC Goa)। আইএসএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নিজেদের শক্তি থেকে দুর্বলতা সবটাই দেখে নিয়েছেন গোয়ার(FC Goa) কোচ। বুধবার এসিএল-২ এর আল জাওয়ারের বিরুদ্ধে নামছে এফসি গোয়া। প্রতিপক্ষের প্রতি সমীহ থাকলেও শুরু থেকেই যে তারা ভয়হীন ফুটবল খেলবে তা বলতে কোনও দ্বিধা নেই এফসি গোয়া কোচ মানোলো মার্কুয়েজের(Manolo Marquez)। এই ম্যাচের আগেই রক্ষণে জেরিকে নিয়েছে তারা। যদিও তাঁকে খেলানো হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চয়তা নেই। তবে গোয়া যে প্রস্তুত তা মানোলোর হাবে ভাবেই স্পষ্ট। এবার এসিএল টুয়ের(AFC Acl 2) একই গ্রুপে পড়েছে এফসি গোয়া এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর(Cristiano Ronaldo) আল নাসের। রোনাল্ডোর দলের বিরুদ্ধে খেলতে পারার সুযোগটা যে তাদের দলকে অনেক বেশি আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলতে কোনও দ্বিধা নেই মানোলো মার্কুয়েজের(Manolo Marquez)। এই ম্যাচে নামার আগে দলের প্রস্তুতি নিয়ে কিন্তু বেশ আত্মবিশ্বাসের সুরই শোনা যাচ্ছে এফসি গোয়া কোচের মুখে। তিনি জানিয়েছেন, “মোহনবাগানের বিরুদ্ধে আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিলাম এবং সেখানে আমাদের যথেষ্ট ভাল প্রস্তুতি হয়েছে। অন্যন্য দলের প্রাক মরসুম প্রস্তুতি সুরুর আগে আমরা আরও অনেক বেশি সময় পাব প্রস্তুতির জন্য। দূর থেকে দেখে অনেক কিছুই মনে হয়। কিন্তু আমি যখন ভাল ভাবে পর্যবেক্ষ করলাম আমার দলকে, তাদের ফোকাস যে একেবারে সঠিক জায়গায় ছিল তা স্পষ্ট দেখতে পেয়েছি”। আল জাওয়ারের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার পরিকল্পনা রয়েছে এফসি গোয়ার। দলের প্রত্যেক ফুটবলারদের ভয়হীন ফুটবলার খেলারই সাফ বার্তা দিয়েছেন মানোলো মার্কুয়েজ। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।