ভারতের আসছেন রোনাল্ডো!

ভারতে আসবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(Cristiano Ronaldo)! এসিএল চ্যাম্পিয়ন্স লিগ-২(ACL Champions League 2) তে আল নাসেরের সঙ্গে এক গ্রুপে পড়েছে এফসি গোয়া(FC Goa)। সেখানেই গোয়ার হোম ম্যাচ পড়বে আল নাসেরের বিরুদ্ধে। আর সেই দলেই রয়েছেন সিআরসেভেন। জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই শুরু হয়েছিল। এবার আল নাসের(Al naser) রোনাল্ডোকে(Cristiano Ronaldo) এসিএল-টুয়ের জন্য রেজিস্টার করাতেই শুরু হয়ে গিয়েছে হৈচৈ। তবে কী সত্যিই রোনাল্ডোকে প্রথমবার ভারতের মাটিতে খেলতে দেখা যেতে চলেছে। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। প্রথমে শোনা গিয়েছিল রোনাল্ডোর(Cristiano Ronaldo) সঙ্গে নাকি এসিএল চ্যাম্পিয়ন্স লিগে বিদেশের মাটিতে অ্যাওয়ে ম্যাচে খেলার চুক্তি নেই আল নাসেরের। যদিও তেমনটা সরকারীভাবে জানানো হয়নি। তবে রোনাল্ডোকে রেজিস্টার করানোর পর থেকেই জল্পনা এখন তুঙ্গে। শুধুমাত্র রোনাল্ডোই নন, এসিএল চ্যাম্পিয়ন্স লিগ-২ এর জন্য সাদিও মানে(Sadio Mane), জোয়াও ফেলিক্স(Joao Felix)), কিংসলে কোম্যানদের মতো তারকা ফুটবলারদের সই করানো হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের জন্য। অর্থাৎ তারা যদি আসেন, রোনাল্ডোও(Cristiano Ronaldo) যে সেই দলের আসতে পারেন, এমনি একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। লিওনেল মেসি ভারতের মাটিতে খেললেও, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কিন্তু এখনও পর্যন্ত ভারতের মাটিতে খেলতে দেখা যায়নি। কিন্তু এসিএল চ্যাম্পিয়ন্স লিগ-২ তে এফসি গোয়া এবং আল নাসের এক গ্রুপে পড়ার পর থেকেই কিন্তু ভারতীয় ফুটবল মহলে রোনাল্ডোর আসা ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। রোনাল্ডো সহ ১২ জন বিদেশি ফুটবলারদের সই করিয়েছে আল নাসের। আগামী ২২ অক্টোবর ঘরের মাঠে আল নাসেরের বিরুদ্ধে খেলতে নামবে এফসি গোয়া(FC Goa)। তবে প্রশ্ন হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজে আসবেন কিনা ভারতের মাটিতে খেলতে। কারণ এর আগে এসিএল চ্যাম্পিয়ন্স লিগ-২ এর বহু ম্যাচ থেকেই কিন্তু নিজের নাম সরিয়ে নিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কারণ তাঁর চুক্তি অনুযায়ী বিদেশের মাটিতে খেলতে যাওয়ার ব্যাপারটা নাকি পুরোপুরি রোনাল্ডোর ওপরই নির্ভরশীল। গত মরসুমে মাত্র একটি ম্যাচই বিদেশির মাটিতে খেলতে দেখা গিয়েছি সিআর সেভেনকে। তবে রোনাল্ডো ছাড়াও ইউরোপের তাবড় তাবড় তারকা ফুটবলারদের এসিএল চ্যাম্পিয়ন্স লিগ-২ এর জন্য সই করানো হয়েছে। তাদেরও যে ভারতের মাটিতে ভক্ত সংখ্যা কম নেই তা বলাই যায়। তবে ভারতীয় ফুটবল সমর্থকরা কিন্তু এখন থেকেই রোনাল্ডোর আসার স্বপ্ন দেখতে শুরু করেছে। এফসি গোয়ার বিরুদ্ধে নেহেরু স্টেডিয়ামে রোনাল্ডো নামেন কিনা সেটাই দেখার।