প্রস্তুতি ম্যাচ গোলশূন্য, রবসনের ফর্ম স্বস্তি দিচ্ছে মোলিনাকে

এসিএলের ম্যাচে(ACL) নামার আগে এফসি গোয়ার(FC Goa) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছিল মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। শেষ মুহূর্তে নিজেদের শক্তি, দুর্বলতাটাই দেখে নিতে চাইছেন হোসে মোলিনা। তবে এদিনের প্রস্তুতি ম্যাচে সকলের নজর কিন্তু ছিল ব্রাজিলিয়ান তারকা রবসন রোবিনহোর(Robson Robinho) দিকেই। কিন্তু সেই রবসনই(Robson Robinho) খেললেন মাত্র দশ মিনিট। তবে সেটুকু সময়েই যে ঝলক দেখালেন, তা কিন্তু সকলের বেশ নজর কেড়েছে। তবে ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ভাবেই। গোয়ার জালে বল জড়াতে না পারাটা কি চিন্তায় ফেলবে মোহনবাগান(MBSG) কোচ মোলিনাকে(Jose Molina)। না তেমনটা কিন্তু নয়। সূত্রের খবর দলের পারফরম্যান্সে নাকি বেশ সন্তুষ্টই হয়েছেন মোলিনা। কিছু জায়গায় মেরামত প্রয়োজন। এই কদিনে সেদিকেই নজর দেবেন তিনি। এদিন প্রায় ৮০ মিনিট দুই বিদেশিতে খেলেছিল মোহনবাগান সুপারজায়ান্ট। সেখানেই বহু সুযোগ তৈরি করেছিলেন লিস্টন, শুভাশিসরা। চোটের জন্য থাপাকে নিয়ে বাড়তি ঝুঁকি নেননি মোহনবাগান কোচ। তেমনই আবার বিশ্রাম দেওয়া হয়েছিল আলবার্তো রডরিগেজকেও। এদিন শেষ দশ মিনিটের জন্য খেলেছিলেন রবসন রোবিনহো। সেখানেই শুভাশিসের বাড়ানো বল নিয়ে যেভাবে প্রতিপক্ষ বক্সে আক্রমণ চালিয়েছিলেন, সেই ছবি দেখে সকলেই কিন্তু হতবাক। অস্কার যে পজিশনে রবসনকে(Robson Robinho) খেলাতেন, মোলিনাও কিন্তু সেই উইংয়েই ব্যবহার করলেন এই ব্রাজিলিয়ানকে। যদিও গোলের মুখ খুলতে পারেননি তারা। গোয়াও সেভাবে মোহনবাগানের রক্ষণকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি। আগামী বুধবার মোহনবাগানের অনুশীলনে ছুটি। বৃহস্পতিবার থেকে প্রস্তুতিতে নেমে পড়বে সবুজ-মেরুন ব্রিগেড।