ব্রাজিলের সাম্বায় কলকাতা মাতাতে চান রবসন

ইস্টবেঙ্গলের(Eastbengal) সব চেষ্টা মাটি করে রবসন রবিনহোকে(Robson Robinho) দলে তুলে নিয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। সবুজ-মেরুন জার্সিতে এএফসি ম্যাচেই তাঁর অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। সুযোগ পেলে গোটা শহরকে এবার ব্রাজিলের(BRAZIL) সাম্বার(Samba) তালে মাতাতে চান তিনি। হ্যাঁ তেমন ইঙ্গিতটাই যেন পাওয়া গেল তাঁর গলা থেকে। মোহনবাগান সুপারজায়ান্টের সোশ্যাল মিডিয়াতে সাম্বা শোনালেন রবসন রোবিনহো(Robson Robinho)। ব্রাজিল মানেই আমাদের সামনে দুটো ছবি সবার আগে ভেসে ওঠে। প্রথম তো অবশ্যই ফুটবল। আর দ্বিতীয় সাম্বা(Samba) নাচ। যা গোটা বিশ্বকে মাতিয়ে দেয়। এবার তাতেই চলেছে মোহনবাগান জনতা থেকে গোটা দেশ। রবসন রোবিনহো(Robson Robinho) তে তেমনই ইঙ্গিত দিচ্ছেন। এএফসির(AFC) মঞ্চ থেকেই সেই সাম্বার ঝলক দেখা যায় কিনা সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। বেশ কয়েকদিন আগেই মোহনবাগানের প্রস্তুতিতে যোগ দিয়েছেন রবসন রোবিনহো(Robson Robinho)। তাঁকে ঘিরে কিন্তু মোহন জনতার আগ্রহ খুব একটা কম নয়। তিনি নিজেও হয়ত সেটা কলকাতায় পা রেখেই বুঝে গিয়েছেন। এএফসির গ্রুপ পর্বের ম্যাচে আহাল এফকে-র বিরুদ্ধে নামার আগেই রবসন রোবিনহোর গলায় সাম্বা গানের সুর। একেবারে ব্রাজিলিয় ভাষা এবং সেই ছন্দে। 🇧🇷 Samba time for the Mariners ⏳😉 Robson Robinho joins us for a new episode of MBSG TV, releasing this Sunday on our YouTube channel! 😍 #MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/nOSvUygq1C — Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 13, 2025 দলের সতীর্থদেরও সেই গান তিনি ইতিমধ্যে শিখিয়ে দিয়েছেন কিনা তা অবশ্য জানা নেই। তবে যুবভারতীতে মোহনবাগান সমর্থকদের জন্য যে রবসন তাঁর সাম্বা স্টাইল নিয়ে বেশ প্রস্তুত তা বলার অপেক্ষা রাখে না। আরও পড়ুনঃ মাধি ইস্যুতে ইস্টবেঙ্গল শ্যাম রাখবে নাকি কুল রাখবে হাতে আর কয়েকটা দিন সময় রয়েছে। শেষ মুহূর্তে জোর কদমে প্রস্তুতি চলছে মোহনবাগান সুপার জায়ান্টের। অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে কোনওরকম খামতি রাখতে চাইছেন না হোসে মোলিনা। শক্তি, দুর্বলতা সবই দেখে নিচ্ছেন তিনি। এএফসির প্রথম ম্যাচে যুবভারতীর গ্যালারী রবসনের তালে তাল মিলিয়ে সাম্বা নাচে পা মেলাতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।