অস্ত্রোপচার হবে না, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ফিরছেন হার্দিক

অস্ট্রেলিয়ার(Australia) বিরুদ্ধে ওডিআই সিরিজ চলাকালীনই ভারতীয়(India) শিবিরে স্বস্তির খবর। অস্ত্রপচার করাতে হবে না হার্দিক পাণ্ডিয়ার(Hardik Pandya)। ঘরের মাঠে আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই(ODI) সিরিজে খেলতে চলেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। আপাতত তাঁকে চার সপ্তাহের রিহ্যাব সারতে হবে। এরপরই মাঠে নামার জন্য হার্দিক(Hardik Pandya) প্রস্তুত হয়ে যাবেন বলেই শোনায্চ্ছে। এই সংবাদ যে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে সত্যিই স্বস্তির খবর তা বলার অপেক্ষা রাখে না। এবারের এশিয়া কাপ ফাইনালের আগেই বাঁ পায়ের পেশীতে চোট পেয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া(Hardik Pandya)। এর ফলে ফাইনালেও নামতে পারেননি তিনি। যদিও এশিয়া কাপ জিততে ভারতীয় দলের খুব একটা অসুবিধা হয়নি। এবার ঘরের মাঠে হতে চলা দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে সিরিজেও নামতে চলেছেন তিনি। ঘরের মাঠে ভারতের কাছে এই সিরিজ যে ভারতের কাছে বিশ্বকাপের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। তিনটি ওডিআই ও চারটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya) চোট পাওয়ার পর থেকেই তাঁর মাঠে ফেরা নিয়ে একটা জল্পনা শুরু হয়ে গিয়েছিল। বাঁ পায়ের পেশীতে চোট পেয়েছিলেন তিনি। সেই কারণেই যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ওডিআই সিরিজে এই তারকা ক্রিকেটারকে দলে রাখা যায়নি সেই কথাও জানিয়ে দিয়েছিলেন অজিত আগরকর(Ajit Agarkar)। কয়েকদিন আগেই বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে গিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। সেখানেই তাঁর নানান পরীক্ষা নীরিক্ষা হয়েছে। এরপরই বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন যে হার্দিকের কোনওরকম অস্ত্রপচারের প্রয়োজন নেই। তবে হার্দিকের পুরোপুরি সেরে উঠতে এখনও পর্যন্ত চার সপ্তাহ লাগবে বলেই জানানো হয়েছে। এই মুহূর্তে বোর্ডের চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণেই রয়েছেন এই তারকা ক্রিকেটার। তাঁর রিহ্যাব আপাতত শুরুও হয়ে গিয়েছে। তবে দিওয়ালির জন্য কয়েকদিনের ছুটি নিয়েছেন হার্দিক পান্ডিয়া। দুদিনের মধ্যেই আবার বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে যোগ দেবেন হার্দিক।
বাংলার হয়ে সাত উইকেট নিয়েই আগরকরকে পাল্টা জবাব সামির

একদিকে ভারত যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে নামার প্রস্তুতি সারছে, সেই সময় মাঠের বাইরে ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে এক নতুন লড়াই। প্রধান নির্বাচক অজিত আগরকর(Ajit Agarkar) বনাম মহম্মদ সামি(Mohammed Shami)। বাংলার হয়ে প্রথম ম্যাচ জেতার পরই অজিত আগরকরের(Ajit Agarkar) মন্তব্যের পাল্টা জবাব দিলেন মহম্মদ সামি(Mohammed Shami)। সামির সাফ জবাব আগরকর যাই বলুক না কেন, সকলেই দেখতে পাচ্ছেন যে তিনি ফিট কিনা। উত্তরাখন্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলা। সেখানেই দুরন্ত পারফরম্যান্স মহম্মদ সামি(Mohammed Shami)। সামিদের জয়ের ঠিক ২৪ ঘন্টা আগেই তাঁর ভারতীয় দলে সুযোগ নিয়ে বিরাট মন্তব্য করেছিলেন অজিত আগরকর(Ajit Agarkar)। বাংলার হয়ে নামার আগেই নিজের ফিট থাকা নিয়ে মুখ খুলেছিলেন সামি(Mohammed Shami)। তারই জবাব খানিকটা কাটক্ষের সুরে দিয়েছিলেন অজিত আগরকর। সামি নিজেকে ফিট বললেও, আগরকরের সাফ জবাব ছিল যে সামি নাকি ফিট ছিলেন না আর সেই কারণেই দলে সুযোগ পাননি। যদিও এর আগে সামি বলেছিলেন যে তিনি ফিট কিনা সেই খবর নাকি ভারতীয় টিম ম্যানেজমেন্ট নেওয়ারই চেষ্টা করেনি। মন্তব্য পাল্টা মন্তব্যের লড়াইয়ে হঠাৎই ভারতীয় ক্রিকেট এখন সরগরম। গত শুক্রবার একটি অনুষ্ঠানে আগরকর বলেছিলেন, “যদি সামি ফিট থাকতেন তবে অবশ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতেন তিনি। ঘরোয়া ক্রিকেটের মরসুম শুরু হয়েছে। সেখানেই আমরা দেখব তিনি ফিট কিনা”। এই খবর সামির কানে পৌঁছতে খুব একটা বেশি দেরী হয়নি। বাংলার হয়ে দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নেওয়ার পরই আগরকরকে পাল্টা দিলেন বাংলার তারকা স্পীডস্টার। সামির জবাব, “তিনি যা চান বলতেই পারেন। আমি এই ম্যাচে কেমন বোলিং করেছি সেটা সকলেই দেখতে পেয়েছেন”। ভারতীয় ক্রিকেটে হঠাৎই শুরু হয়ে গিয়েছে একটা নতুন লড়াই। বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল। এবার একেবারে প্রকাশ্যে যেন লড়াইয়ে জড়িয়ে পড়লেন নির্বাচক প্রধান ও মহম্মদ সামি।
“রঞ্জি খেলতে পারলে, ওডিআইতেও খেলতে পারব”, ভারতীয় ম্যানেজমেন্টকে একহাত নিলেন সামি

রঞ্জি ট্রফি(Ranji Trophy) খেলতে বাংলা শিবিরে যোগ দিয়েছেন মহম্মদ সামি(Mohammed Shami)। আর সেখানেই অজিত আগরকরকে(Ajit Agarkar) একহাত নিলেন ভারতীয় দলের এই তারতা পেসার। তাঁর ফিটনেস নিয়ে আগরকরের কাছে কোনওরকম খবর না থাকার কথা জানানে হয়েছিল। সেই জবাবটাই এবার দিলেন মহম্মদ সামি(Mohammed Shami)। তাঁর থেকে ফিটনেসের তথ্য নাকি চাওয়াই হয়নি ভারতীয় দলের তরফ থেকে। সেইসঙ্গে ৫০ ওভারের ম্যাচ খেলার বিষয়েও মুখ খুললেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সামির(Mohammed Shami) এমন মন্তব্যের পরই ভারতীয় ক্রিকেট মহল জুড়ে হৈচৈ। কয়েকদিন আগে হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি(Champions Trophy) তো বটেই, এমনকি অস্ট্রেলিয়ার(Australia) বিরুদ্ধে ওডিআই সিরিজেও ভারতীয় দলে জায়গা হয়নি মহম্মদ সামির। সেখানেই অজিত আগরকরের সাফ জবাব ছিল যে মহম্মদ সামি(Mohammed Shami) এখন কতটা ফিট তা নাকে জানেন না তিনি। আর এতেই ক্ষুব্ধ ভারতীয় দলের এই তারকা পেসার। তাঁর সঙ্গে যোগাযোগই করা হয়নি। সাজা সাপ্টা উত্তর দিয়ে দিলেন মহম্মদ সামি। ইডিনে বুধবার রঞ্জি ট্রফিতে(Ranji Trophy) যাত্রা শুরু করবে বাংলা। প্রতিপক্ষ উত্তরাখন্ড। সেই ম্যাচের আগেই সামির মন্তব্যে ক্রিকেট মহল জুড়ে হৈচৈ। মহম্মদ সামি জানিয়েছেন, “ভারতীয় দলের তরফে আমার ফিটনেস সম্বন্ধে কোনও কিছু জানার জন্য চেষ্টাই করা হয়নি। আমি নিশ্চই নিজে থেকে জানাবো না আমার ফিটনেস আপডেট। আমি যদি চার দিনের রঞ্জি ট্রফির(Ranji Trophy) ম্যাচ খেলতে পারি, তূবে কেন ৫০ ওভারের ম্যাচ খেলতে পারব না”। সামির এমন মন্তব্য কিন্তু ভারতীয় দল নির্বাচন ঘিরেও বহু প্রশ্ন তুলে দিচ্ছে। ২০২৩ বিশ্বকাপের পর থেকেই চোটের জন্য ভারতীয় দলের বাইরে ছিলেন মহম্মদ সামি। আইপিএল দিয়ে প্রত্যাবর্তন করেছিলেন তিনি। কিন্তু এরপরও ভারতীয় দলের দড়জা খোলেনি। মাঝে টি টোয়েন্টি দলে এলেও, এখনও পর্যন্ত টেস্ট এবং ওডিআই দলের হয়ে খেলার সুযোগ পাননি। বারবারই তাঁর ফিটনেস সমস্যা নিয়ে কথা উঠছে। সেখানেই মহম্মদ সামির(Mohammed Shami) যুক্তি, “আমি যদি ফিটই না থাকি, তবে তো এই সময় আমার এনসিএ-তে থাকার কথা। কিন্তু ব্যাপারটা তো তেমন নয়। আমি রঞ্জি ট্রফি খেলতে নামছি। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল ঘোষণার পর থেকেই প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা গৌতম গম্ভীর এবং অজিত আগরকরের(Ajit Agarkar) দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। মহম্মদ সামির এই মন্তব্যটা সেই সমালোচনার আগুনেই ঘি ঢালল তা বলার অপেক্ষা রাখে না”।
রোহিতের বদলে ওডিআই-তে অধিনায়ক শুভমন গিল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে নামতে চলেছে ভারতীয় দল(India Team)। সেই সিরিজেই এবার অভিষেক হতে চলেছে ভারতীয় ওডিআইয়ের নতুন অধিনায়ক শুভমন গিলের। শনিবারই সেই ঘোষণাটা করে দিলেন বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগরকর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ভারতীয় ওডিআই দলের নতুন অধিনায়ক হতে চলেছেন শুভমন গিল(Shubman Gill)। কথাবার্তাটা কয়েকদিন আগেই হয়ে গিয়েছিল। অপেক্ষাটা ছিল শুধু ঘোষণা হওয়ার। শনিবার অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণার সময়ই ভারতীয় ও়ডিআই দলের নতুন অধিনায়ক হিসাবে শুভমন গিলের(Shubman Gill) নাম ঘোষণা করে দিলেন অজিত আগরকর। কয়েকদিন আগেই রোহিত শর্মার(Rohit Sharma) সঙ্গে নেতৃত্বের বদল নিয়ে কথাবার্তা গহয়ে গিয়েছিল। রোহিতের দায়িত্ব ছাড়ার কথা জানার পরই গিলের নাম ঘোষণা বোর্ডের। তবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি(Virat Kohli) অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলবেন। বেশ কয়েকদিন ধরেই গুঞ্জনটা চলছিল। শোনা যাচ্ছিল ভারতীয় দলের অধিনায়ক হিসাবে নাকি এবার রোহিত শর্মা(Rohit Sharma) দায়িত্ব ছাড়তে চলেছেন। সেটাই হল শেষপর্যন্ত। রোহিত শর্মার সঙ্গে কথাবার্তা হয়ে গিয়েছিল। আগামী ২০২৭ সালে রয়েছে ওডিআই বিশ্বকাপ(Odi World Cup)। সেই কথা মাথায় রেখেই এবার নতুন অধিনায়কের খোঁজ চলছিল। কারণ রোহিত শর্মার বয়সও অনেকটাই হয়ে যাচ্ছিল। এমন পরিস্থিতিতেই শেষপর্যন্ত বোর্ডের নতুন অধিনায়ক বেছে নেওয়ার সিদ্ধান্ত। টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েই সফল হয়েছেন শুভমন গিল(Shubman Gill)। এরপর থেকেই রোহিতের ওডিআই ভবিষ্যৎ নিয়ে একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলি(Virat Kohli) থাকলেন ঠিকই, কিন্তু অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিলেন তিনি। সেই জায়গাতেই এবার ভারতীয় ওডিআই দলের নতুন অধিনায়ক শুভমন গিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেই অধিনবায়ক হিসাবে অভিষেক হবে এই তারকা ক্রিকেটারের। অজিত আগরকর(Ajit Agarkar) জানিয়েছেন, “রোহিত শর্মার সঙ্গে নেতৃত্বের বদল নিয়ে আমরা আলোচনা করেছি। এই মুহূর্তে আমাদের সামনে বেশি ওডিআই ম্যাচ নেই। সেই কারণেই নতুন কাউকে বেশি সুযোগ দিতে চাইছিলাম, যাতে তিনি প্রস্তুত হতে পারেন”। শুভমন গিলকে নতুন দায়িত্ব দিয়ে বেশ আশার সুরই শোনা্ গেল অজিত আগরকরেরর মুখেও। সেই প্রসঙ্গ্ আগরকর জানিয়েছেন, “সব ফর্ম্যাটেই তিনি অধিনায়ক হবেন কিনা তা নিয়ে এখম পর্যন্ত নিশ্চিত কিচু ঠিক হয়নি। তবে ইংল্যান্ডে কঠিন পরিস্থিতিতে তিনি কেমন খেলেছেন তা আমরকা সকলেই দেখেছি। তিনি ওডিআই ফর্ম্যা্টে সহ অধিনায়কও ছিলেন। সেই কারণে ওডিআইতে তাঁকে আরও বেশি সময় দেওয়া প্রয়োজন ছিল। এই জন্যই এমন সিদ্ধান্ত”।
শ্রেয়সের বাদ পড়া নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর

আগামি ২০ জুন থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজ। রোহিত-কোহলির অবসরের পর ইংল্যান্ডগামী দল ঘোষিত হয়েছে। নতুন অধিনায়ক হিসাবে শুভমন গিলের নামও ঘোষণা করা হয়ে গিয়েছে। মহম্মদ সামি যেমন দলে সুযোগ পাননি, তেমনি সুযোগ হয়নি শ্রেয়স আইয়ারেরও। শ্রেয়সের বাদ পড়া নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তেমনি কিছু প্রশ্নও উঠেছে। নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছেন, শ্রেয়স একদিনের সিরিজে খুব ভাল খেলেছেন, তবে টেস্ট দলে তাঁকে এখন জায়গা দেওয়া যাচ্ছে না। এবার শ্রেয়স ইস্যুতে মুখ খুললেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। গৌতি বলেন, “আমি নির্বাচক নই।এটা নির্বাচকদের ব্যাপার।“ পাশাপাশি বিসিসিআই আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাবাহিনীকে যে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে, তার ভূয়শী প্রশংসা করেন গম্ভীর। তিনি বলেন, এটা বোর্ডের অবিশ্বাস্য পদক্ষেপ। গম্ভীর আরও বলেন, “আমরা অনেক সময়ই বোর্ডের সমালোচনা করি, কিন্তু এই পদক্ষেপ সত্যিই অবিস্বাস্য। ভারতীয় সেনাবাহিনী যা করেছে, তার জন্য তাদের স্যালুট জানাচ্ছে গোটা দেশ। তারা নিঃস্বার্থভাবে যেভাবে দেশকে রক্ষা করছে তাকে সম্মান জানাচ্ছে বিসিসিআই, এটা দারুণ ব্যাপার।“ বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া আগেই ঘোষণা করেছেন, অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য তাঁরা ভারতীয় আর্মড ফোর্সকে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে সম্মান জানাবেন। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তারা ও জওয়ানরা। এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাচ্ছেন জাতীয় দলের হেড কোচ।
বুমরাকে অধিনায়ক করার কথা ভেবো না : রবি শাস্ত্রী

কে বসবেন রোহিত শর্মার হটশিটে? কে হবেন ভারতের পরবর্তী অধিনায়ক? চলছে আলোচনা। প্রাক্তনরা জানাচ্ছেন নিজের নিজের মতামত। আলোচনায় রয়েছে চারটি নাম। জসপ্রীত বুমরা, শুভমন গিল, ঋষভ পন্থ ও কেএল রাহুল। আর ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক নিয়ে আলোচনার মধ্যেই রীতিমত বোমা ফাটালেন রবি শাস্ত্রী। শাস্ত্রী বলেন, জসপ্রীত বুমরাকে অধিনায়ক করার কথা একেবারেই ভেবো না। কারণ হিসাবে তিনি বুমরার চোট আঘাতের সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি দলের সেরা বোলারের ওপর তিনি নেতৃত্বের বোঝাও চাপাতে চান না। তাহলে কাকে অধিনায়ক করা উচিত সে ব্যাপারেও শাস্ত্রী স্পষ্টভাবে নিজের মত জানিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতের কথা ভাবতে হবে। এখন থেকেই শুভমন গিল বা ঋষভ পন্থকে অধিনায়ক হিসাবে গড়ে তুলতে হবে। তবে গিলের দিকেই কিছুটা ঝুঁকে রবি। যাঁরা গিলের অ্যাওয়ে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলছেন তাঁদের উড়িয়ে দিয়ে শাস্ত্রী জানান, ভবিষ্যতে অনেক বেশি সাফল্য পাওয়ার দক্ষতা ও সম্ভাবনা গিলের আছে। এদিকে খবর ও ঘটনা প্রবাহ যেদিকে চলেছে, তাতে বোঝা যাচ্ছে, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা ও কেএল রাহুলকে টপকে ভারতের অধিনায়কত্বের দৌড়়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন শুভমন গিল। একদিকে যেমন খবর, অধিনায়ক হতে চলেছেন সম্ভবত গিল, তেমনি কিছু ইঙ্গিতবাহী ঘটনাও ঘটছে। সংবাদ সংস্থার খবর, গৌতম গম্ভীরের দিল্লির বাড়িতে তাঁর সঙ্গে দেখা করেছেন গিল। অন্তত ৪-৫ ঘন্টা তাঁদের মধ্যে কথা হয়েছে। এছাড়া গত ৬ মে মুম্বইয়ে আইপিএল ম্যাচের পর গিলের সঙ্গে একান্তে কথা বলেছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। তাই হাওয়া বইছে গিলের অনুকূলেই।
অবসরের সিদ্ধান্ত রোহিতের নিজের, বোর্ডের কোনও চাপ ছিল না, জানালেন বিসিসিআিই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা

টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসর ঘোষণার পর থেকেই আলোচনা চলছে, কেন এই সিদ্ধান্ত। অনেক তথ্য, জল্পনা উঠে আসছে। বোর্ড নতুন অধিনায়ক খোঁজা শুরু করে দিয়েছিল। ইংল্যান্ড সফরে রোহিতের সুযোগ পাওয়া নাকি অনিশ্চিত, এমন নানা আলোচনার মাঝেই সিদ্ধান্ত জানান হিটম্যান। বৃহস্পতিবার এ নিয়ে মুখ খুললেন বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, রোহিতের সিদ্ধান্তের পিছনে বোর্ডের কোনও ভূমিকা ছিল না। রাজীব শুক্লা বলেন, এই সিদ্ধান্ত রোহিতের নিজের। বোর্ডের তরফ থেকে কোনও রকম চাপ ছিল না। তিনি আরও জানান, এটা বোর্ডের পলিসি, কারও অবসর নিয়ে কখনওই কোনও পরামর্শ বা চাপ দেয় না বিসিসিআই। ভারতীয় ক্রিকেটে রোহিতের বিরাট অবদানের জন্য তাঁর ভূয়সী প্রশংসাও করেন শুক্লা। পাশাপাশি রাজীব শুক্লা জানান, এটাই ভাল কথা যে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন রোহিত শর্মা। ভারতীয় দল তাঁর প্রতিভা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে, বলেন তিনি। এরপর ভারতের অধিনায়ক কে হবেন এই প্রশ্নের উত্তরেও রাজীব শুক্লা পরিষ্কারভাবে জানিয়ে দেন, এটা নির্বাচকদের ব্যাপার। তাঁরা যা ভাল মনে করবেন সেই সিদ্ধান্তই নেবেন। এটা নিয়ে কোনও জল্পনা থাকা উচিত নয় বলেও মনে করেন বোর্ডের ভাইস প্রসিডেন্ট। আগামি ২০ জুন থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ।