সুপার ফোরেও ভারত-পাক ম্যাচের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট

পাকিস্তানের যাবতীয় দাবি উড়িয়ে সুপার ফোরেও ভারত বনাম পাকিস্তান(INDvPAK) ম্যাচের ম্যাচ রেফরি অ্যান্ডি পাইক্রফটই(Andy Pycroft)। হ্যান্ডশেক বিতর্কে (Handshake Row) এই অ্যান্ডি পাইক্রফটকে (Andy Pycroft) সরানো নিয়েই সরব হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি আইসিসির(ICC) দ্বারস্থও হয়েছিল তারা। কিন্তু তাদের কোনও কথাই কানে তুলল না বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বরঞ্চ সুপার ফোরেও সেই পাইক্রফটকেই ভারত-পাক ম্যাচের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তে যে পাকিস্তানের সরাসরি হার হয়েছে তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। এশিয়া কাপের (Asia Cup) গ্রুপ পর্বে প্রথমবার মুখোমুখি হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান (INDvPAK)। আর সেই ম্যাচের পারফরম্যান্স ছাপিয়ে গিয়েছিল একটাই বিতর্ক। শুরু থেকে শেষপর্যন্ত পাকিস্তানের কোনও ক্রিকেটারের সঙ্গে হাত মেলাননি ভারতীয় দলের অধিনায়ক থেকে অন্যান্য ক্রিকেটাররা। আর সেটাই ঠিক হজম করতে পারেনি পাকিস্তান ক্রিকেট থেকে পাক বোর্ডের কর্তারা। এরপরই শুরু হয়েছিল হৈচৈ। এই ঘটনার জন্য ম্যাচের ম্যাচ রেফারি প্রাক্তন জিম্বাবোয়ে ক্রিকেটার অ্যান্ডি পাইক্রফটকে (Andy Pycroft) কাঠগড়ায় তুলতে শুরু করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি তাঁকে অপসারনের দাবি নিয়েও সরব হয়েছিল তারা। যদিও আইসিসি পাকিস্তানের দাবি নিয়ে একেবারেই কর্ণপাত করেনি। বরং আবারও সেই অ্যান্ডি পাইক্রফটকেই ভারত বনাম পাকিস্তান ম্যাচের ম্যাচ রেফারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ম্যাচে পাইক্রফটের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানকে অপমান করার অভিযোগ জানানো হয়েছিল পিসিবির তরফ থেকে। তবে আইসিসি পাকিস্তানের দাবি মানতে নারাজ ছিল। কারণ সেই ঘটনার পর মিস কমিউনিকেশনের কথা শোনা গিয়েছিল অ্যান্ডি পাইক্রফটের মুখে। একইসঙ্গে তিনি ক্ষমাও চেয়ে নিয়েছিলেন সেই ম্যাচের পর। যদিও পাকিস্তানের দাবি ছিল তাঁকে অপসারণ এবং ভারতকে শাস্তি দেওয়া। কিন্তু হাত মেলানো বা না মেলানো নিয়ে সেভাবে আইসিসির রুল বুকেই তেমন কিছু নেই। আর সেই কথা মনে করিয়েই পাকিস্তানের সমস্ত অভিযোগ নস্যাৎ করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এরপর পাকিস্তান এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার হুমকিও দিয়েছিল। যদিও আইসিসির সঙ্গে আলোচনার পর সেই পথ থেকেও সরে আসতে হয়েছিল পাক ক্রকেট বোর্ডকে। সুপার ফোরে আবারও সেই ভারত-পাক লড়াই। সেখানেও ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। আইসিসির সাফ বার্তা এই প্রাক্তন জিম্বাবোয়ে ক্রিকেটারই সামলাবেন ম্যাচ রেফারির দায়িত্ব। ভারতের বিরুদ্ধে নামার আগে যে এটা পাক শিবিরের কাছে ফের একটা বড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।
পাইক্রফটকে সরাবে না আইসিসি, নাম তুলে নেবে পাকিস্তান!

পাকিস্তানের দাবী নস্যাত করল আইসিসি(ICC)। আর তাতেই কি এবার এশিয়া কাপের মঞ্চ থেকে নাম তুলে নেবে পাকিস্তান(Pakistan)! অ্যান্ডি পাইক্রফটকে সরানোর দাবি নিয়ে আইসিসির(ICC) দ্বারস্থ হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড(PCB)। ভারতের বিরুদ্ধে ম্যাচে হ্যান্ডশেক কান্ডটা একেবারেই মেনে নিতে পারছে না পাকিস্তান। আর তাতেই ম্যাচ রেফারির বিরুদ্ধে প্রচ্ছন্ন মদতের অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবিতে আইসিসির(ICC) কাছে সরব হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড(PCB। কিন্তু তাদের সেই দাবি মানা হবে না বলেই জানিয়ে দেওয়া হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে। অর্থাৎ পাইক্রফটকে(Andy Pycroft) সরানো হবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে আইসিসির(ICC) তরফে। এরপরই শুরু হয়েছে জল্পনা। তবে কী এশিয়া কাপ থেকে নাম তুলে নিচ্ছে পাকিস্তান। কারণ সেরকমই তো হুমকি দিয়েছিল তারা। পাকিস্তানের(PCB) বিরুদ্ধে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ভারতীয় দলের ক্রিকেটাররা(India Cricket Team) হাত মেলানোর সৌজন্য দেখাননি। আর সেটাই যেন মেনে নিতে পারছে না পাকিস্তান। তারা এটাকে ক্রিকেটের নিয়ম উলঙ্ঘন বলেই দাবি করছে এবং এই ঘটনার পিছনে ম্যাচ কমিশনারের মদত থাকারই অভিযোগ তুলেছে। তাদের মতে ভারতীয় ক্রিকেটাররা এমন আচরণ করলেও সেখানে ম্যাচ কমিশনার নাকি কোনওরকম পদক্ষেপ করেননি, বরং মুখ বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়ছিলেন। এরপরই আইসিসির(ICC) দ্বারস্থ হয়েছিলেন পাক ক্রিকেট বোর্ডের(PCB) কর্তারা। পাইক্রফটকে তাঁর পদ থেকে অপসারণ করানোর জন্য। নইলে তারা নাকি এশিয়া কাপ থেকে নাম তুলে নেবে। কিন্তু আইসিসি সাফ জানিয়ে দিয়েছে এমনটা নাকি হবে না। এবার পাকিস্তান কী করে সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। আইসিসির একটি সূত্র তরফে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনওরকম অপসারণই করা হবে না। তার কারণ এমনটা যে হবে তা নাকি এসিসির কর্তারা প্রথম থেকেই জানতেন। আর সেই কমিটিতে পাকিস্তানের সদস্যও ছিলেন। সুতরাং পাকিস্তানের দাবি মানার কোনও সম্ভাবনাই নেই। এমনকি সেখানে পিসিবির ডিরেক্টরও ছিলেন। আর আইসিসির সিদ্ধান্তের জেরে যে পাকিস্তানই সমস্যায় পড়ল তা বলার অপেক্ষা রাখে না। কারণ পাকিস্তান এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার হুমকি দিয়েছিল। আগামী ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে নামবে পাকিস্তান। প্রশ্ন উঠছে সেই ম্যাচে পাকিস্তান খেলবে তো। এই নিয়ে গুঞ্জন কিন্তু তুঙ্গে। অন্যদিকে এই ঘটনার পরই পিসিবি তাদের আন্তর্জাতিক ক্রিকেট অপারেশন ডিরেক্টরকে সরিয়ে দিয়েছে। পাক ক্রিকেট যে এই ঘটনায় বেশ উত্তাল হয়ে উঠেছে তা বলাই যায়।