ভারতীয় দলের নতুন জার্সি স্পনসর অ্যাপলো টায়ার্স

ভারতীয় দলের(India Cricket Team) জার্সি স্পনসরের(Jersey Sponcor) সঙ্গে কথবার্তা প্রায় পাকা হওয়ার ইঙ্গিতটা কয়েকদিন আগেই দিয়েছিলেন রাজীব শুক্লা(Rajib Shukla)। অবশেষে সেটাই হল। এবার ভারতীয় দলের জার্সি স্পনসর হল অ্যাপলো টায়ার্স। মঙ্গলবারই বিসিসিআইয়ের তরফে অ্যাপলো টায়ার্সের(Apollo Tyres) সঙ্গে গাঁটছাড়া বাঁধার কাজ যে হয়ে গিয়েছে তা সরকারীভাবে জানিয়ে দিল বিসিসিআই (BCCI)। আর অ্যাপলো টায়ার্সের হাত ধরেই নাকি এবার আরও বেশি লক্ষ্মী লাভ হতে চলেছে বোর্ডের(BCCI)। সব মিলিয়ে নাকি প্রতি ম্যাচে নাকি প্রায় সাড়ে চার কোটি টাকা পেতে চলেছে ভারতীয় দল। এমনটা হলে যে বিসিসিআইয়ের(BCCI) ভাঁড়ার আরও ভরতে চলেছে তা বলাই যায়। কয়েকদিন আগেই জার্সি স্পনসর(Jersey Sponsor) ড্রিম ইলেভেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বিসিসিআই(বমমগ)। স্পোর্টস বিল(েজদীূে বগতত) পাস হওয়ার পরই সেই সিদ্ধান্ত নিতে হয়েছিল বোর্ড কর্তাদের। নতুন বিল অনুযায়ী কোনওরকম বেটিং অ্যাপ কিংবা তার সঙ্গে জড়িত থাকা সংস্থাকে স্পনসর হিসাবে রাখা যাবে না। সেই নির্দেশিকা আসার পরই তড়িঘড়ি এক বছর বাকি থাকতেই ড্রিম ইলেভেনের সঙ্গে চুক্তি বাতিল করে ফেলেছিল বিসিসিআই। ড্রিম ইলেভেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরই ভারতীয় দলের নতুন স্পনসর নিয়ে নানান গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। বিশেষ করে নতুন স্পনসর হিসাবে ভারতীয় দলের সঙ্গে কোন সংস্থা তা নিয়েই ছিল আলোচনা। এশিয়া কাপে ভারতীয় দল স্পনসরহীন নামার পর সেই আলোচনা আরও বেড়েছিল। যদিও বোর্ড কর্তারা ড্রিম ইলেভেন যাওয়ার পরই নতুন স্পনসরের খোঁজ করতে ময়দানে নেমে পড়েছিল। দু সপ্তাহ আগেই সরকারী ভাবে নতুন স্পনসরের খোঁজে বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল বোর্ডের তরফে। এরপর থেকে নানান সংস্থার কথাবার্তা উঠতে শুরু করেছিল। এমন পরিস্থিতিতেই শেষপর্যন্ত বিখ্যাত টায়ার প্রস্তুতকারক সংস্থা অ্যাপলো টায়ার্সের সঙ্গেই গাঁটছড়া বাঁধার সিদ্ধান্তটা নিয়েই ফেলল বিসিসিআই(BCCI)। একটি সর্বভারতীয় সংস্থার খবর অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত নাকি এই টায়ার প্রস্তুত কারক সংস্থার সঙ্গে চুক্তি পাকা হয়ে গিয়েছে বিসিসিআইয়ের। অর্থাৎ হিসাব অনুযায়ী ১৩০ ম্যাচ এই সময়ের মধ্যে খেলবে ভারতীয় দল। সেই সময় ভারতীয় দলের স্পনসর হিসাবে থাকবে এই টায়ার প্রস্তুতকারক দল। শুধুমাত্র তাই নয় ম্যাচ পিছু গত স্পনসরের থেকে নাকি বেশি টাকাও দেবে অ্যাপলো টায়ার্স। ভারতীয় দলের প্রতি ম্যাচে নাকি সাড়ে চার কোটি টাকা দেবে অ্যাপলো টায়ার্স। যেখানে গতবার স্পনরের থেকে ভারতীয় দল পেত চার কোটি টাকা। মনে করা হচ্ছে এশিয়া কাপের পরই হয়ত ঘোষণা হয়ে যাবে নতুন স্পনসরের নাম।