টেস্টে কোহলিকে ফেরাতে চায় বোর্ড!

বিরাট কোহলিকে অবসর নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করতে চলেছে ভারতীয় বোর্ড। না, একটু ভুল বলা হল, অরুণ ধুমাল। আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চেয়ারম্যান হলেন অরুণ। তবে তিনি এখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে যুক্ত নন। তিনি হলেন বিসিসিআইয়ের প্রাক্তন কোষাধ্যক্ষ। ফলে বোর্ড অনুরোধ করছে কোহলিকে, এই কথাগুলো ঠিক নয়। তবে একটা কথা মানতেই হবে, আইপিএল চালায় বোর্ড। আর সেই আইপিএলের চেয়ারম্যান হলেন অরুণ ধুমাল। সুতরাং ধরে নেওয়া যেতেই পারে, বোর্ডের পক্ষ থেকেই বিরাটকে অবসর ভাঙার কথা বলা হচ্ছে। অরুণ জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে অনুরোধ করবেন যাতে কোহলি টেস্ট ক্রিকেটে ফিরে আসেন। ২০ জুন হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু করবে ভারত। সকলে আশা করেছিল, দ্বিতীয় ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গেলেই দেখা যাবে ব্যাট হাতে কোহলিকে নামতে। কিন্তু তিনি আচমকা ঘোষণা করে দেন, টেস্ট ক্রিকেট আর খেলবেন না। টেস্ট থেকে অবসর নিচ্ছেন। তাই দ্বিতীয় উইকেট পতনের পর কোহলির জায়গায় এখন অনেকে করুণ নায়ারের কথা ভাবতে শুরু করেছেন। যেহেতু সদ্য বেসরকারি টেস্টে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করে বসেছেন ভারতীয় এ দলের সঙ্গে যাওয়া করুণ। কিংবা অধিনায়ক শুভমান গিলকে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবু এখনও ভারতীয় ক্রিকেট প্রেমীরা মনে করছেন, বিরাট কোহলিকে ওই জায়গায় খুব প্রয়োজন ছিল। ভারতীয়দের আশা, নিশ্চয় সাদা পোশাকে আবার কোহলিকে মাঠে প্রবেশ করতে দেখা যাবে। সেই আশার প্রদীপকে উস্কে দিলেন স্বয়ং আইপিএল চেয়ারম্যান। প্রশ্ন উঠছে, কোহলি যদি প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়ে এখান থেকেও অবসরের কথা ঘোষণা করে দেন? অরুণ ধুমাল জানিয়েছেন, তেমন হবে তা তিনি আশা করছেন না। বরং তঁার ধারণা, কোহলি ঠিক আইপিএল খেলা চালিয়ে যাবেন। “দেখুন আমি তা মনে করিনা। বিরাট কোহলি আইপিএল খেলবে না, তেমন আশাও করছি না।” সংবাদ সংস্থা পিটিআইকে একথা বলেছেন অরুণ ধুমাল। তিনি বরং জানালেন মঙ্গলবার কোহলি যদি আইপিএল চ্যাম্পিয়ন হন তাহলে তিনি তঁাকে অনুরোধ করবেন ফের টেস্ট ক্রিকেটে ফিরে আসতে। “টেনিসে যেমন রজার ফেডেরার, নোভাক জকোভিচ, ঠিক তেমনি ক্রিকেটে হলেন বিরাট কোহলি। বিরাট হল ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ দূত। তার টেস্ট থেকে অবসর নেওয়ার িসদ্ধান্ত পুনর্বিবেচনা করাই বাস্তবসম্মত। তাই আমি সব সময় চাইবো একদিকে যেমন বিরাট কোহলি আইপিএল চালিয়ে যাক। অন্যদিকে চাইব, টেস্ট ক্রিকেটে আবার ফিরে আসুক। তাই আইপিএল মঙ্গলবার জিতলে বিরাটকে বলব, টেস্ট ক্রিকেটে ফিরে আসতে।” অরুণ ধুমাল মনে করছেন, প্রথমবার আইপিএল খেলার সময় যেমন ফিট ছিলেন কোহলি ১৮ বছর খেলার পর তারচেয়েও বেশি ফিট হয়ে উঠেছেন। তাই আগের তুলনায় তঁাকে কোনও অংশে কম মনে করছেন না তিনি। “আরসিবি জিতলে শুধু আমি চাইব না, পুরো দেশ চাইবে বিরাট যেন টেস্ট ক্রিকেটে ফিরে আসে।” বলেন অরুণ ধুমাল। ভারতের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে শুভমান গিল সম্পর্কে দারুন প্রশংসা করলেন আইপিএল চেয়ারম্যান। তঁার মতে ২৫ বছরের তরুণ তুর্কির নেতৃত্বকে উপেক্ষা করা ঠিক হবে না। গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলে দলকে নেতৃত্ব দিচ্ছেন ঠিকই। কিন্তু এটা কোনও বড় মাপের দল নয়। তবে িজম্বাবোয়ের বিরুদ্ধে তঁার নেতৃত্ব দেওয়া দেখে তিনি খুশি হয়েছেন। (ছবি-টেস্টে কোহলিকে ফেরানোর চিন্তা ভাবনা শুরু বোর্ডের।)
২০২৮ থেকে আরও বড় আকারে হবে আইপিএল

বিসিসিআইয়ের নতুন ভাবনা। ২০২৮ থেকে আরও বড় আকারে হবে আইপিএল। পুরোপুরি হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হবে টুর্নামেন্ট। ৭৪টি ম্যাচের পরিবর্তে সংখ্যা হবে মোট ৯৪টি। সময় লাগবে ৬০ থেকে ৬৫ দিন। আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রামে আইপিএলের জন্য আলাদা উইন্ডো থাকে, তাই ম্যাচের সংখ্যা বাড়লে আইসিসির সিডিউল তৈরিতে ধাক্কা লাগবে। সে কারণে ইতিমধ্যেই আইসিসির সঙ্গে কথাবার্তা চলছে বলেও জানান আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। গোটা বিশ্বে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ যেভাবে ছড়িয়ে পড়েছে, তাতেই উৎসাহিত হয়ে এমন ভাবনা বিসিসিআইয়ের। এখন এ ও বি – এই দুটি গ্রুপে ভাগ করা হয় আইপিএলের দলগুলিকে। এ গ্রুপের দলগুলি নিজেদের মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি করে ম্যাচ খেলে এবং একটি ম্যাচ খেলে বি গ্রুপের একটি দলের বিরুদ্ধে। কিন্তু এবার পুরোপুরি হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্ট করতে চলেছে বিসিসিআিই। তার জন্য ম্যাচের সংখ্যা আরও ২০টি বেড়ে যাবে। সমস্যা একটা জায়গাতেই। আইসিসির ফিউচার টুরস প্রোগ্রামে জায়গা বার করার সমস্যা। যেমন প্রভাব পড়েছিল ২০২৪-এ। টি টোয়েন্ট বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের ভাগ হয়ে ইউএসও ও ওয়েস্ট ইন্ডিজে উড়ে যেতে হয়েছিল। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল জানান, এটা একটা সুযোগ। আমরা আইসিসির সঙ্গে কথা চালাচ্ছি।বড় উইন্ডো চাইছি। ৭৪ থেকে বেড়ে ৮৪ বা ৯৪ হতে পারে। তবে প্রত্যেকে হোম অ্যাওয়ে ভিত্তিতে খেললে ৯৪টি ম্যাচ লাগবে। বিশ্বজুড়ে এখন ফ্র্যাঞ্চাইজি লিগকে উৎসাহিত করা হচ্ছে। বিসিসিআই আরও আলোচনা করে এ ব্যাপারে নীল নকসা ছকে ফেলবে বলেই জানান ধুমল।