বৈভবকে অনুকরণ কোরো না, আয়ুষকে সতর্ক করলেন বাবা যোগেশ

এবারের আইপিএল মাতাচ্ছেন দুই টিন এজার। রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী ও চেন্নাই সুপার কিংসের আয়ুষ মাত্রে। ১৪ বছরের বৈভব আর ১৭ বছরের আয়ুষকে নিয়ে সোরগোল পড়ে গিয়েছে। এই বয়সেই সকলকে চমকে দিয়েছেন এই দুই ভবিষ্যতের তারকা। বয়সটা ১৪ বলেই হয়ত, মাত্র ৩৫ বলে শতরান করে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে শতরানের নজির গড়ার জন্যই হয়ত বৈভবকে নিয়ে একটু বেশি আলোচনা। আর ঠিক এই জায়গাটাতেই ভয় পাচ্ছেন আয়ুষের বাবা। অযথা চাপ নিয়ে ফেলছেন না তো আয়ুষ? বাবা যোগেশের চিন্তা সেটাই। আয়ুষকে বাবার সতর্কবার্তা, বৈভবকে অনুকরণ করতে যেও না। যোগেশ মাত্রে বলেন, “দু`জনে দু`ধরণের ক্রিকেটার। আমি আয়ুষকে বলেছি, যদি কেউ বৈভবের সঙ্গে তুলনা করে সেটা মাথায় রেখো না। এটাও বলেছি, বৈভবকে অনুকরণ করে ওর মত ৩৫ বলে সেঞ্চুরি করার দিকে তাকিও না। আমি বিশ্বাস করি আয়ুষের এখন অযথা নিজের ওপর চাপ তৈরি করা উচিত নয়। বড় কিছু করার কথা ভাবতে হবে। এখনও অনেক দূর যেতে হবে।“ রুতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে সিএসকে দলে এসেছেন আয়ুষ। এখনও পর্যন্ত ৪ ইনিংসে করে ফেলেছেন ১৬৩ রান। বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪৮ বলে ৯৪ রানের বিস্ফারণ ঘটিয়েছেন। আয়ুষের বাবা যোগেশ জানান, এই ইনিংসের পর স্বয়ং ধোনি আয়ুষকে উদ্দীপ্ত করে বলেছেন, খুব ভাল খেলেছো। ভবিষ্যতে এভাবেই খেলে যাও। তিনি আরও বলেন, এটা হয়ত দু-একটা কথা, কিন্তু আয়ুষ জানে ধেনির এই প্রশংসা