‘খেপ’ খেলা ফুটবলারের দক্ষতায় বাজিমাৎ পুলিশের; দু’গোলে হারল ইস্টবেঙ্গল!

বয়স ২১। বাড়ি আসানসোলে। মশলা ম্যাচ, যাকে বাংলায় ‘খেপ’ বলে, সেই খেলে রোজগার করা ছিল তার নেশা এবং পেশাও! সেই মহম্মদ আমিল নঈমের স্পিড, বল হোল্ড করে রাখার ক্ষমতা এবং বল নিয়ন্ত্রণের দক্ষতায় এই মরশুমে ধরাশায়ী হয়েছিল মোহনবাগান। রবিবার হল ইস্টবেঙ্গল। কলকাতা প্রিমিয়ার লিগে, রবিবার ব্যারাকপুর স্টেডিয়ামে পুলিশ এসি-র কাছে ২ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে পুলিশ এসি-কে এগিয়ে দেন আমিল। ৭৫ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন মৃন্ময় মহাপাত্র। দ্বিতীয়ার্ধে, ম্যাচের শেষভাগে ইস্টবেঙ্গলের আক্রমণের সময় পুলিশ এসি-র রক্ষণভাগ নজরকাড়া ফুটবল খেলেছে। কোচ জোসেফ বলছেন, “বিরতিতে ছেলেদের একটা কথাই বলেছিলাম যে, ইস্টবেঙ্গল কিন্তু দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়াবে। আমি চাই তোমরা ডিসিপ্লিনড ফুটবল খেল। ওরা কথা রেখেছে।” তারপরও জোসেফের মুখে আমিলের প্রশংসা। বললেন, “মূলত উইং দিয়ে খেলা শুরু করে। দারুণ স্পিড, বল কন্ট্রোলও চোখে পড়ার মত। যখনই ওর পায়ে বল ছিল, বিপক্ষের রক্ষণভাগ অস্বস্তিতে পড়েছে। মোহনবাগানের বিরুদ্ধেও আমরা জিতেছিলাম আমিলের দুর্দান্ত ফুটবলের জন্য। আজও ম্যাচের সেরা জিজ্ঞেস করলে আমিলের কথাই বলব।” ১৪ পয়েন্ট নিয়ে তাদের গ্রুপে রবিবার শীর্ষে পৌঁছে গেল পুলিশ এসি। জোসেফ বলছেন, এতে বিচলিত হওয়ার কিছু নেই। আরও ওঠাপড়া হবে। তাদের লক্ষ্য, সুপার-সিক্স পর্বে এই ধারাবাহিকতাটা বজায় রাখা।