বিএফআই কর্তার বিরুদ্ধে ‘অসম্মান করার’ অভিযোগ লাভলিনা বরগোহাইয়ের

অলিম্পিক্সে পদকজয়ী ভারতের তারকা বক্সার লভলিনা বরগোহাই অভিযোগ তুললেন বক্সিং ফেডারেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং অন্তর্বর্তী কমিটির সদস্য কর্নেল অরুণ মালিকের বিরুদ্ধে। অসম্মানজনক আচরণ এবং লিঙ্গবৈষম্যের অভিযোগ এনে দুই পাতার লিখিত অভিযোগ দায়ের করেছেন লাভলিনা। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিএফআই কর্তা। ক্রীড়ামন্ত্রকের নির্দেশে এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। একটি সর্বভারতীয় ইংরিজি দৈনিক সংবাদপত্রকে তার অভিযোগের কথা জানিয়েছেন লাভলিনা। প্রকাশিত সেই খবর অনুযায়ী, ৮ জুলাই টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম (TOPS) কর্তাদের সঙ্গে একটি অনলাইন মিটিংয়ে লাভলিনার সঙ্গে অসম্মানজনক ব্যবহার করা হয়। লিভারপুলে হতে চলা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের প্রস্তুত্তির জন্য এই মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। তাঁর অভিযোগপত্রে লাভলিনা লেখেন, ‘মিস্টার অরুণ মালিক আমাকে এমন অপমান করেছিলেন, অন্য কোনও ক্রীড়াবিদকে যেন সেটার মুখোমুখি না হতে হয়। উনি গলা চড়িয়ে কথা বলেছিলেন এবং আগ্রাসী ভাবে অপমানজনক মন্তব্যও করেন। এমনকী ওঁরা যা বলেছেন, সেটা মাথা পেতে মেনে নেওয়ার কথাও বলা হয় আমায়। এটা খুবই খারাপ লেগেছে আমার। আমি যেখানে পেশাদারিত্ব, সমর্থন এবং সম্মান আশা করেছিলাম, সেখানে আমাকে খুবই শক্তিহীন মনে করানো হয়েছে। এটা শুধু ব্যক্তিগত ভাবে অপমান করা নয়, ভারতের মহিলা অ্যাথলিটদের সম্মান এবং স্বপ্ন নিয়েও প্রশ্ন তুলেছে।’ প্রণামিকা বোরোকে তার ব্যক্তিগত কোচ হিসেবে নিয়োগ এবং ইউরোপে প্রশিক্ষণের অনুমতির জন্য অনুরধ করেছিলেন লাভলিনা। তবে TOPS-এর কর্তারা কোনও সিদ্ধান্ত নেওয়ার আগেই অরুণ মালিক সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন, এমনটাই দাবি লাভলিনার। তবে কর্নেল মালিক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘লভলিনা আমাদের দেশের গর্ব। আমি ভেবেচিন্তে এবং সম্মানের সঙ্গেই সমস্ত অভিযোগ অস্বীকার করছি। ওই মিটিংটা যথেষ্ট পেশাদার ছিল এবং SAI ও TOPS কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিটিংটি রেকর্ড করা হয়েছে এবং রিভিউর জন্য পাঠানো হয়েছে।’