অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের নেতৃত্বে আয়ুশ মাত্রে, দলে বৈভব সূর্যবংশী

আইপিএলে দুর্দান্ত সাফল্যের পুরস্কার পেলেন আয়ুশ মাত্রে ও বৈভব সূর্যবংশী। ইংল্যান্ড সফরের জন্য অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের অধিনায়ক হলেন আয়ুশ মাত্রে। সুযোগ পেয়েছেন ১৪ বছরের কিশোর বৈভব সূর্যবংশী। দলে আছেন বাংলার যুধাজিৎ গুহ। সহঅধিনায়ক হয়েছেন উইকেটরক্ষক অভিজ্ঞান কুণ্ডু। আইপিএলে রীতিমত আলোচনার ঝড় তুলে দিয়েছেন দুই টিন এজার আয়ুশ ও বৈভব। দুজনের কারোরই আইপিএলের দলে থাকার কথা ছিল না। চেন্নাই সুপার কিংসে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোটের জন্য ছিটকে যাওয়ার পর সুযোগ পেয়ে যান আয়ুশ। অন্যদিকে আইপিএলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে খেলার নজির গড়েন বৈভব। রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন চোট পাওয়ায় সুযোগ এসে যায় বৈভবের সামনে। তারপর দুজনে যা করেছেন তাতে একদিকে যেমন চমক, তেমনি নতুন স্বপ্ন ভারতীয় ক্রিকেট মহলে। সাতটি ম্যাচ খেলে ২৫২ রান করেছেন বৈভব। তাঁর স্ট্রাইক রেট ২০৬.৫৬। তার মধ্যে আছে ৩৫ বলে শতরান করার অনন্য নজির। আর আয়ুশ সিএসকের হয়ে ৬ ম্যাচ খেলে করেছেন ২০৬ রান। ইংল্যান্ডে ইংল্যান্ড যুব দলের বিরুদ্ধে পাঁচটি একদিনের ম্যাচ ছাড়াও আরও কয়েকটি ম্যাচ খেলবে ভারতীয় যুব দল। ১৭ জনের ভারতীয় দল ঘোষণা করা হল। ভারতীয় ক্রিকেটর ভবিষ্যৎ আয়ুশ ও বৈভব ইংল্যান্ডে আইপিএলের ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কিনা, সেদিকেই নজর সকলের। কোনও সন্দেহ নেই দুই তরুণ তুর্কির সামনে বড় পরীক্ষা।