ইংল্যান্ডগামী ভারতীয় যুব দলে বাংলার একমাত্র প্রতিনিধি যুধাজিৎ গুহ

আবার এক বাঙালিকে নিয়ে স্বপ্ন দেখা। গোটা বাংলার শুভেচ্ছা নিয়ে ইংল্যান্ড সফরে যাচ্ছেন যুধাজিৎ গুহ। বৃহস্পতিবারই ঘোষিত হল ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় যুব দল। দলের অধিনায়ক আয়ুশ মাত্রে ও সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী। সেই দলেই রয়েছেন বঙ্গতনয় যুধাজিৎ। এর আগেও খেলেছেন ভারতীয় যুব দলে। এশিয়া কাপে ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে নজর টেনেছিলেন। ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি মিডিয়াম পেস বোলার। বোলিংয়ে তাঁর শক্তি স্যুইং ও ইয়র্কার। ইংল্যান্ডর আবহাওয়া স্যুইং বোলারদের সহায়ক, তাই যদি নিশানায় ঠিক থাকতে পারেন তাহলে দারুণ সফল হওয়ার সম্ভাবনা ভালই। ময়দানের টাউন ক্লাব থেকে যুধাজিতের যাত্রা শুরু। এমআরএফ পেস ফাউন্ডেশনে গ্লেন ম্যাকগ্রার কাছে পরিণত হওয়ার পাঠ নিয়েছেন। দক্ষিণ কলকাতার চেতলার বাসিন্দা যুধাজিতের আদর্শ ডেইল স্টেইন। সাদা বলে দেশের প্রতিনিধিত্ব করলেও লাল বলেই তিনি বেশি কার্যকর। ইংল্যান্ডে ভারতীয় যুব দল পাঁচটি একদিনের ম্যাচ ও দুটি চারদিনের ম্যাচ খেলবে। শুক্রবার থেকে বেঙ্গালুরুর এনসিএতে শুরু হচ্ছে প্রস্তুতি শিবির। ইংল্যান্ড সফরে গোটা দেশের যেমন নজর থাকবে আয়ুশ ও বৈভবের দিকে, তেমনি বাংলা তাকিয়ে থাকবে যুধাজিতের দিকে।
বৈভবকে অনুকরণ কোরো না, আয়ুষকে সতর্ক করলেন বাবা যোগেশ

এবারের আইপিএল মাতাচ্ছেন দুই টিন এজার। রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী ও চেন্নাই সুপার কিংসের আয়ুষ মাত্রে। ১৪ বছরের বৈভব আর ১৭ বছরের আয়ুষকে নিয়ে সোরগোল পড়ে গিয়েছে। এই বয়সেই সকলকে চমকে দিয়েছেন এই দুই ভবিষ্যতের তারকা। বয়সটা ১৪ বলেই হয়ত, মাত্র ৩৫ বলে শতরান করে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে শতরানের নজির গড়ার জন্যই হয়ত বৈভবকে নিয়ে একটু বেশি আলোচনা। আর ঠিক এই জায়গাটাতেই ভয় পাচ্ছেন আয়ুষের বাবা। অযথা চাপ নিয়ে ফেলছেন না তো আয়ুষ? বাবা যোগেশের চিন্তা সেটাই। আয়ুষকে বাবার সতর্কবার্তা, বৈভবকে অনুকরণ করতে যেও না। যোগেশ মাত্রে বলেন, “দু`জনে দু`ধরণের ক্রিকেটার। আমি আয়ুষকে বলেছি, যদি কেউ বৈভবের সঙ্গে তুলনা করে সেটা মাথায় রেখো না। এটাও বলেছি, বৈভবকে অনুকরণ করে ওর মত ৩৫ বলে সেঞ্চুরি করার দিকে তাকিও না। আমি বিশ্বাস করি আয়ুষের এখন অযথা নিজের ওপর চাপ তৈরি করা উচিত নয়। বড় কিছু করার কথা ভাবতে হবে। এখনও অনেক দূর যেতে হবে।“ রুতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে সিএসকে দলে এসেছেন আয়ুষ। এখনও পর্যন্ত ৪ ইনিংসে করে ফেলেছেন ১৬৩ রান। বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪৮ বলে ৯৪ রানের বিস্ফারণ ঘটিয়েছেন। আয়ুষের বাবা যোগেশ জানান, এই ইনিংসের পর স্বয়ং ধোনি আয়ুষকে উদ্দীপ্ত করে বলেছেন, খুব ভাল খেলেছো। ভবিষ্যতে এভাবেই খেলে যাও। তিনি আরও বলেন, এটা হয়ত দু-একটা কথা, কিন্তু আয়ুষ জানে ধেনির এই প্রশংসা