উত্তর ২৪ পরগণা ডিএসএ-র অভিনব প্রয়াসঃ সাঁতারের ‘আধুনিক’ পাঠ দিতে আসছেন দ্রোনাচার্য প্রদীপ কুমার

মঙ্গলবার তাদের বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে উত্তর ২৪ পরগণার জেলা স্পোর্টস সংস্থার সচিব সিদ্ধার্থ ভট্টাচার্য (নবাব ভট্টাচার্য) ঘোষণা করলেন, জেলার প্রতিভাবান সাঁতারু এবং কোচদের সাঁতারের ‘আধুনিক পাঠ’ দিতে আগামি মাসে আসছেন সাঁতারের দ্রোনাচার্য প্রদীপ কুমার শ্রীধরণ। তার সঙ্গে আসছেন তারই অন্যতম সেরা ছাত্র, অলিম্পিয়ান, ২০০ মিটার বাটারফ্লাইয়ে জাতীয় রেকর্ড করা সাজন প্রকাশ। সিদ্ধার্থ ভট্টাচার্য বললেন, “উত্তর ২৪ পরগণায় প্রচুর প্রতিভাবান তরুণ সাঁতারু আছেন। তার চেয়েও গুরুত্বপূর্ণ, জেলায় সাঁতারুদের তুলনায় কোচের সংখ্যা অনেক কম। প্রদীপ কুমারকে আনার অন্যতম প্রধান উদ্দেশ্য, জেলার কোচদের সাঁতারের আধুনিক পাঠে শিক্ষিত করা, যারা নতুন কোচিংয়ে এসেছেন তাদের গাইড করা এবং একইসঙ্গে সাঁতারুদেরও ক্লাস তিনি নেবেন।” সাঁতারের পাশাপাশি উত্তর ২৪ পরগণা ডিএসএ অন্যান্য অলিম্পিক্স স্পোর্টসেও গুরুত্ব দিচ্ছে। সর্বভারতীয় পর্যায়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টও তারা আয়োজন করছে। ভলিবল, বাস্কেটবলেও জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তুলে আনার চেষ্টাও তারা সমানভাবে করছে। মঙ্গলবার ডিএসএ-র খেলাধুলোর অগ্রগতিকে আগামিদিনে উৎসাহিত করতে দুই আন্তর্জাতিক খেলোয়াড় এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় ঐহিকা মুখার্জি এবং প্রাক্তন জাতীয় আন্তর্জাতিক ফুটবলার সুব্রত পালকে ব্র্যান্ড অ্যাম্বাসাডরও ঘোষণা করা হল। আর এই কর্মযজ্ঞে প্রয়োজন আর্থিক সহায়তা। সেই উদ্দেশে মঙ্গলবারের বিজয়া সম্মেলনে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট কিছু শিল্পপতি। তাদের নিয়ে একটি আলোচনারও আয়োজন হল। শিল্পপতিদের আর্থিক সহায়তার প্রতিশ্রুতির পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকা রাজ্যের দমকল ও অগ্নিনির্বাপণ মন্ত্রী সুজিত বসুর মুখেও শোনা গেল ডিএসএ-কে সহায়তার কথা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, নৈহাটির বিধায়ক সনৎ দে, আইএফএ সচিব অনিবার্ণ দত্ত, প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি, মোহনবাগান ক্লাবের সচিব সৃঞ্জয় বসু, মহামেডান স্পোর্টিং-এর ভাইস-প্রেসিডেন্ট কামারুদ্দিন, কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী। এদের সঙ্গে সমরেশ চৌধুরী, দীপেন্দু বিশ্বাস, সুব্রত পাল, সুমিত মুখার্জি-সহ উত্তর ২৪ পরগণার আরও প্রাক্তন আন্তর্জাতিক ভারতীয় ফুটবলার। উপস্থিত ছিলেন এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী আর্ন্তজাতিক টেবিল টেনিস খেলোয়াড় ঐহিকা মুখার্জি, তার শৈশবের কোচ মিহির ঘোষ ও আরও অনেকে।