আনসেলোত্তিকে কোচ করায় প্রশ্ন তুললেন ব্রাজিল প্রেসিডেন্ট

১৯৬৫-র পর প্রথম কোনও বিদেশি কোচ নিয়োগ কল ব্রাজিল ফুটবল ফেডারেশন। দায়িত্ব দেওয়া হয়েছে কার্লো আনসেলোত্তিকে। আর এবার সেই নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন স্বয়ং সে দেশের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। তিনি প্রশ্ন তুলেছেন ব্রাজিল ফুটবল দলের জন্য কেন বিদেশি কোচ। ব্রাজিলেই অনেক ভাল কোচ আছেন বলে তিনি মনে করেন, তাই নিজের বিস্ময় প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট অবশ্য আনসেলাত্তির দক্ষতা সম্পর্কে শ্রদ্ধাশীল। তারপরেও যদিও তিনি প্রশ্ন তুলেছেন, “ইতালীয় আনসেলোত্তি কখনও ইতালির জাতীয় দলের কোচ হননি। কেন তিনি ইতালির সমস্যা সমাধান করতে পারছেন না? ২০২২ বিশ্বকাপে যোগ্যতা অর্জনই করতে পারেনি ইতালি।“ আনসেলোত্তিকে অবশ্য খুব ভাল ট্যাকটিশিয়ান বলে উল্লেখ করে লুলা বলেন, আশা করব প্রথমে ব্রাজিলকে বিশ্বকাপের মূলপর্বে তুলবেন এবং তারপর সম্ভব হলে বিশ্বকাপটা এনে দেবেন। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সেলেকাওরা এই মুহূর্তে চতুর্থ স্থানে আছে। আর্জেন্টিনা, ইকুয়েডর ও উরুগুয়ের পরে রয়েছে ব্রাজিল।