বুলা চৌধুরীর বাড়ি থেকে পদ্মশ্রী-সহ একশোর বেশি পদক চুরি!

পদ্মশ্রী, অর্জুন পুরষ্কার-প্রাপ্ত কিংবদন্তি সাতাঁরু বুলা চৌধুরীর উত্তরপাড়ার বাড়িতে আবার চুরি হল। রাতের অন্ধকারে পেছনের দরজা ভেঙে চোরেরা ঢুকে আলমারি ভেঙে বক্স খাট খুলে সর্বস্ব নিয়ে গিয়েছে। এমনকী, পদ্মশ্রীটাও খোয়া গিয়েছে। সিসিটিভি ক্যামেরা ঢেকে চুরি করেছে চোরের দল| তদন্তে উত্তরপাড়া থানার পুলিশ| শুক্রবার দুপুরে খবর পেয়েই কলকাতা থেকে রওনা হয়েছেন বুলা। যাওয়ার পথে ফোনে বললেন, “যেহেতু ওই বাড়িতে থাকি না তাই ভাইরা রোজই ঘর পরিষ্কার করতে যায়। আজও পরিষ্কার করতে গিয়ে দেখে পেছনের দরজার গেট ভাঙা। তারপর ঘরে ঢুকে দেখে কিচ্ছু নেই! আমার একশোরও বেশি আর্ন্তজাতিক পদক রয়েছে। সব নিয়ে গিয়েছে। এমনকী, পদ্মশ্রীটাও নিয়ে গিয়েছে।” বুলা জানালেন এর আগেও দু’বার চুরি হয়েছিল ২০১৪-য়। সেবার টাকা আর কিছু সোনার জিনিসপত্র নিয়ে গিয়েছিল। এবার পদকগুলো নিয়ে গিয়েছে। “আমার সারাজীবনের পরিশ্রম চলে গেল। ওই পদকগুলো আমার কাছে সোনাদানার চেয়েও মূল্যবান। এর আগেও উত্তরপাড়া পুলিশ তদন্ত করেছিল। কোনও সুরাহা হয়নি। এবারও হবে বলে আমার আশা নেই। ওদের ওপর ভরসা করব কী করে?” বললেন মানসিকভাবে ভেঙে পড়া সাতাঁরু।