ভারতীয় দলের ব্যর্থতায় ফেডারেশন সহসচিবকে কাঠগড়ায় দাঁড় করিয়ে অভিযোগের বন্যা জিএফএ প্রেসিডেন্টের

এএফসি এশিয়ান কাপে হংকংয়ের বিরুদ্ধে ভারতের চরম ব্যর্থতার পর গোটা দেশে সোরগোল পড়ে গিয়েছে। এবার একগুচ্ছ অভিযোগ জানিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে চিঠি পাঠালেন গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কাইতানো হোসে ফার্নান্ডেজ। তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়নকে। রীতিমত কড়া চিঠি। একগুচ্ছ অভিযোগ। দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়েছে। কাইতানোর অভিযোগ, ফুটবল দলের প্রস্তুতি ঠিকমত হয়নি। সব কিছু দেখার দায়িত্বে সত্যনারায়ন। তিনি নাকি তাঁর কাজ তো ঠিকমত করেনইনি, উল্টে ফেডারেশনে রাজনীতি করছেন। গোয়া ফুটবল প্রেসিডেন্টের অভিযোগ, এআইএফএফের দুই সচিব অনিল কুমার ও সাজি প্রভাকরণকে সরানোর পিছনেও সত্যনারায়নের রাজনীতি। সিনিয়র ফুটবল দলের ক্ষেত্রেও তাঁর রাজনীতি ও প্রভাব খাটানোর অভিযোগ করছেন তিনি। পাশাপাশি অ্যাপিল কমিটির আইলিগের রেলিগেশন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ারকেও চ্যালেঞ্জ জানানো হয়েছে। অ্যাপিল কমিটির বিরুদ্ধেও একরাশ অভিযোগ কাইতানোর। চিঠিতে বলা হয়েছে, গত এক বছরে ভারতীয় দল মাত্র একটা ম্যাচ জিতেছে। যা অশনি সঙ্কেত বয়ে আনছে। পারফরম্যান্স তলানীতে পৌঁছে গিয়েছে। পরিস্থিতি এখনই অনুধাবন করা দরকার। সত্যনারায়ন ২০২৩ থেকে দায়িত্বে আছেন, ভারতীয় ফুটবলের অনেক ক্ষতি হয়ে গিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে, তাঁর সময়ে নেওয়া কলঙ্কিত সিদ্ধান্ত, প্রশাসনিক ব্যর্থতা ও রাজনীতির ঘুর্ণাবর্তে অনেক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে অভিযোগের বন্যা বইয়ে রীতিমত ঝড় তুলে দিয়েছেন গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট।