মুখ্যমন্ত্রীর হাতে ডুরান্ডের উদ্বোধন; ক্লাব এবং আইএফএ-র মধ্যে বন্টন হবে মোট ২৮৫০টি টিকিট

বৃহস্পতিবার ফোর্ট উইলিয়ামে ১৩৪ তম ডুরান্ড কাপের সাংবাদিক বৈঠকে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৩ জুলাই ডুরান্ড কাপের উদ্বোধন করবেন।” এই বছর ডুরান্ড কাপ খেলা হবে পাঁচটি শহরে। শহরগুলো হল কলকাতা, জামশেদপুর, শিলং, কোকড়াঝাড় ও ইম্ফল। এই বছর কলকাতা থেকে চারটি দল খেলবে ডুরান্ড কাপে। মোহনবাগান সুপার জায়েন্ট, ইমামি ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার এফসি। ডায়মন্ড হারবার ছাড়াও এবার প্রথম ডুরান্ড খেলবে নামধারী এফসি ও সাউথ ইউনাইটেড। প্রত্যেক বছর ডুরান্ড কাপের টিকিট নিয়ে সমস্যায় পড়তে হয় সমর্থকদের। ডার্বি ম্যাচের টিকিট নিয়ে বেশ সমস্যার মুখ দেখতে হয়েছে লাল হলুদ এবং সবুজ মেরুন সমর্থকদের। কিন্তু এই সাংবাদিক সম্মেলনে অরূপ বিশ্বাস জানান, যুবভারতী এবং কিশোর ভারতীতে এবার পর্যাপ্ত পরিমাণে টিকিট দেওয়া হবে। তিনি আরও বলেন কলকাতার “মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি এবং আইএফএ-কে আলাদাভাবে টিকিট বন্টন করা হবে।” কিশোর ভারতীতে মোহনবাগান ইস্টবেঙ্গল, মহামেডান ডায়মন্ড হারবার এফসি জেনারেল টিকিট পাবে ২০০০টি করে, বক্স টিকিট পাবে ৩০টি, আপার টায়ার পাবে ২০০ টি টিকিট। আইএফএ পাবে জেনারেল টিকিট ৫০০, বক্স ২০ টা এবং আপার টায়ার ১০০টা।’