ফুটবলের নতুন বিনোদনঃ চিনে চালু হল রোবট-ফুটবল লিগ!

অগ্রগতির যুগ। প্রযুক্তির যুগ। মহাকাশ থেকে ভূখণ্ড। প্রতিমুহূর্তে লড়াই চলছে বিশ্বের সুপার-পাওয়ারদের মধ্যে। চিন তাদের মধ্যে অগ্রগণ্য। তারা শুধু বিশ্বকাপের মূল পর্বে অংশ নিয়ে সন্তুষ্ট নয়। তাদের লক্ষ্য ফুটবলকে ২২ শতকে পৌঁছে দেওয়া। যেখানে খেলার বিপণন পৌঁছে যাবে শিল্পের পর্যায়ে! তার প্রস্তুতিতে বেজিং-এ শুরু হয়ে গেল রোবট ফুটবল লিগ! যার নাম রো-বো লিগ। চারটে বিশ্ববিদ্যালয়ের দল। কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি এক একটি দলে তিনজন করে রোবট। যে কোম্পানি তৈরি করেছে রোবোটগুলো, সেই বুস্টার রোবোটিক্স জানিয়েছে যারা খেলছে তাদের খেলায় মানুষের কোনও ভূমিকা নেই। নেই কোনও রিমোট কন্ট্রোল। কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রত্যেকটি দলের ফুটবলারদের আগে থেকে প্রতিটি মুভমেন্ট সেট করে দেওয়া হয়েছে। এমনকী তাদের স্ট্র্যাটেজিও ঠিক করে দেওয়া হয়েছে। তবে খেলার সময় অনেক রোবট ফুটবলার মাটিতে পড়ে গিয়েছে। তখন তাদের স্ট্রেচারে শুইয়ে মাঠের বাইরে নিয়ে গিয়েছে মানুষ! বুস্টার রোবোটিক্সের চেয়ারম্যান জানিয়েছেন এই লিগটা করে তারা দেখে নিতে চায় কীরকম সাড়া আসছে। তারপর বেজিংয়ে-ই তারা আয়োজন করবে রোবো-লিগের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। চেয়ারম্যান ছেং হাওয়ের আরও পরিকল্পনা মানুষ-বনাম রোবটের একটা ফুটবল ম্যাচ আয়োজন করার। “হার-জিত নিয়ে আমরা ভাবছি না। মানুষের বিরুদ্ধে রোবটদের ফুটবল খেলিয়ে আমরা দেখতে চাই এবং দেখাতেও চাই যে রোবটরাও খেলার যোগ্য। তাদের খেলাও দর্শকদের কাছে আকর্ষণীয় হতে পারে,” বলেছেন ছেং হাও। আরও যে কত কিছু দেখানোর পরিকল্পনা এই রোবট কোম্পানির আছে সেটা সময় বলবে!