আকাশদীপের শাস্তির দাবি ডাকেটের শৈশবের কোচ নটের!

ওভালে বেন ডাকেটকে আউট করে আকাশদীপ যে আচরণ করেছিলেন তার জন্য শাস্তি চেয়েছেন ইংরেজ ব্যাটারের কোচ। শুক্রবার আকাশদীপ নিজের সমাজমাধ্যমে একাধিক ছবি পোস্ট করেছেন। সেখানেই দেখা গিয়েছে তাঁর নতুন গাড়ি। সঙ্গে লিখেছেন, “স্বপ্ন পূরণ হল। হাতে চাবি পেলাম। আমার জীবনে যাঁরা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাঁরাই সঙ্গে রয়েছেন।” আকাশদীপের গোটা পরিবারকে দেখা গিয়েছে এই মুহূর্তের সঙ্গী হতে। বাড়ির সকলকে নিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি। কিন্তু, ওভাল টেস্টে ডাকেটকে আউট করে তাঁর গলা জড়িয়ে ধরে বিদায় জানিয়েছিলেন আকাশদীপ। বিষয়টা একেবারেই পছন্দ হয়নি ডাকেটের ছোটবেলার কোচ জেমস নটের। তিনি ‘টাইমস অফ ইন্ডিয়া’কে বলেছেন, “খুব হাড্ডাহাড্ডি সিরিজ়ের একটা অংশ ছিল ওটা। তবে তরুণ ক্রিকেটারেরা ভবিষ্যতে যাতে ওই কাজ না করে তার জন্য শাস্তি দেওয়া দরকার ছিল। ব্যক্তিগত ভাবে ওই ঘটনায় অবশ্য আমি বিশেষ চিন্তিত নই।” উল্লেখ্য, ওভালে ইংল্যান্ডের ইনিংসের শুরু থেকেই লেগে গিয়েছিল আকাশদীপ ও ডাকেটের। তাঁর একটা বল রিভার্স পুল করে ছক্কা মারেন ডাকেট। তার পর ইংরেজ ব্যাটার আকাশদীপকে বলেন, “তুমি আমাকে আউট করতে পারবে না।” এতে আকাশদীপও উত্তেজিত হয়ে পড়েন। দু’জনের মধ্যে লড়াই চলতে থাকে। অবশেষে ৪৩ রানের মাথায় আকাশদীপের বলে রিভার্স স্কুপ করার চেষ্টা করেন ডাকেট। বল ব্যাটের কানায় লাগে। উইকেটরক্ষক ধ্রুব জুরেল ক্যাচ ধরেন। ৩৮ বলে ৪৩ রান করে আউট হন ডাকেট। তার পরে দেখা যায়, আকাশদীপ ডাকেটের গলা জড়িয়ে ধরে কিছু একটা বলছেন। তাঁর মুখে হাসি থাকলেও ধারাভাষ্যকারদের মনে হয়েছে বিদ্রুপ করছেন তিনি। ডাকেটের মুখে কিন্তু হাসি ছিল না। কিছুক্ষণের মধ্যে আকাশদীপকে সরিয়ে নিয়ে যান লোকেশ রাহুল।