নাইটহুড পেয়ে পরিবারের সঙ্গে আবেগ ভাগ করে নিচ্ছেন ডেভিড বেকহ্যাম

বেকহ্যাম এবার থেকে স্যার। মাঠ ও মাঠের বাইরে বিশাল অবদানের জন্য নাইটহুড উপাধি পেলেন। ইংলিশ ফুটবলের আইকন কিং চার্লস থ্রির হাত থেকে নিলেন নাইটহুড। আর অনেক গর্বের এই উপাধি পেয়ে আপ্লুত স্যার ডেভিড বেকহ্যাম বললেন, “আমি যা করতে পেরেছি, তার জন্য ভাগ্যবান। যে স্বীকৃতি পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। নাইটহুড পাওয়ার খবরটা শোনার পর কিছুক্ষণ বিহ্বল ছিলাম। আমি দারুন গর্বিত। পরিবারের সঙ্গে আবেগটা ভাগ করে নিচ্ছি।“ বর্ণময় ইংলিশ তারকার আরও বর্ণময় কেরিয়ার। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অ্যাকাডেমি থেকে উঠে এসে দীর্ঘ ১১ বছর খেলেছেন ম্যান ইউয়ের জার্সিতে। তারপর ইউরোপের নানা ক্লাবে খেলেছেন। তার মধ্যে রয়েছে রিয়াল মার্দিদ, এসি মিলান ও পিএসজি। আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১১৫টি ম্যাচ। যার মধ্যে ৫৯টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। খেলেছেন তিনটি বিশ্বকাপ। তাঁর ট্রফির ভান্ডার কম নয়। ম্যান ইউয়ের হয়ে ৬বার জিতেছেন ইপিএল খেতাব। একটি চ্যাম্পিয়ন্স খেতাব ও দুবার জিতেছেন এফএ কাপ। রিয়াল মার্দিদ ও পিএসজির হয়েও লিগ খেতাব জিতেছেন। ফ্রি কিকের মাস্টার গুরুত্বপূর্ণ সময়ে নিজেকে মেলে ধরার জন্য বিখ্যাত ছিলেন। বেকহ্যাম বলেন, দেশকে নেতৃত্ব দেওয়া দরুন গর্বের এবং তাঁর ছোটবেলরার স্বপ্ন পূরণ হয়েছে। মাঠের বাইরে ব্রিটেনের প্রতিনিধি হিসাবে বিশ্বজুড়ে পরবর্তী প্রজন্মের জন্য কাজ করতে পেরে তিনি ভাগ্যবান বলে জানিয়েছেন। মাঠ ও মাঠের বাইরে যে বিশাল অবদান তিনি রেখেছেন তারই স্বীকৃতি নাইটহুড।