টেস্ট থেকে এবার অবসর নিতে চান বিরাট কোহলি, ভাবার অনুরোধ বোর্ডের

রোহিত শর্মার পর এবার বিরাট কোহলি। তিনি বিসিসিআইকে জানিয়ে দিলেন, ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান।তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে ভাবার অনুরোধ করা হয়েছে কিং কোহলিকে। কয়েক দিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তাঁর অবসর নিয়ে আলোচনাও হচ্ছ। রোহিতের সিদ্ধান্তের কারণ নিয়েও জোর চর্চা। এই পরিস্থিতিতেই এবার একই পথে হাঁটতে চাইছেন বিরাট কোহলি। খবরে প্রকাশ, কয়েক দিন আগেই নাকি বোর্ডকে এ কথা জানিয়েছেন কোহলি, এবং সম্ভবত তাঁকে ইংল্যান্ড সফরে দেখা যাবে না। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া আগেই জানিয়ে ছিলেন, মে মাসের শেষ সপ্তাহে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা হবে। তার আগেই নিজের ইচ্ছার কথা জানালেন বিরাট। এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু করবে ভারত। যদি শেষ পর্যন্ত কোহলি অবসর নেন, তাহলে ইংল্যান্ডে ভারতীয় ব্যাটিং লাইন আপ থেকে অভিজ্ঞতাটা চলে যাবে। সেক্ষেত্রে কেএল রাহুল, শুভমন গিল, যশস্বী জয়সওয়ালদের ওপরি দাঁড়িয়ে থাকবে ভারতের ব্যাটিং। ২০২৪-২৫ মরসুমে টেস্টে কোহলি খুব ভাল ফর্মে নেই। অস্ট্রেলিয়ায় তাঁকে ধারাবাহিকতার জন্য লড়াই করতে হয়েছে। পাঁচ ম্যাচে তিনি করেছিলেন মাত্র ১৯০ রান। যদিও প্রথম টেস্ট শতরান করেছিলেন, কিন্তু তারপর বাকি পাঁচ ম্যাচে করেছিলেন মাত্র ৮৫ রান। ওই সিরিজটা সত্যিই কোহলির জন্য খুব চ্যালেঞ্জিং সিরিজ গিয়েছ। এখনও পর্যন্ত ১২৩ টেস্টে মোট ৯২৩০ রান করেছেন। যার মধ্যে আছে ৩০টি শতরান। কোহলির ফর্ম নিয়ে চিন্তা আছে। বিশেষ করে মুভিং বলে তাঁর টেকনিকের সমস্যা হচ্ছে। অস্ট্রেলিয়ায় ১০বার আউটের মধ্যে ৮ বার আউট হয়েছেন উইকেটের পিছনে। সিংহভাগ স্লিপ ফিল্ডারদের হাতে। তাই কোহলি জানিয়েছেন, চান না অস্ট্রলিয়া সফরের মত আর একটা সিরিজ যাক। অতীতে যা পেয়েছেন, সেসব নিয়েই থাকতে চান তিনি। এখন দেখার বোর্ডের অনুরোধের পর মন ঘোরে কিনা বিরাটের।