পুজোর আগেই প্রস্তুতিতে ইস্টবেঙ্গল, নতুন বিদেশি নেওয়ার তোড়জোড়ও শুরু লাল-হলুদে

দিমিত্রি দিয়ামনতাকসকে(Dimitri Diamantakos) ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। কিন্তু সেই জায়গায় কোন বিদেশি ফুটবলার লাল-হলুদ শিবিরে আসবে তা নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কোনও সিদ্ধান্ত হয়নি। যদিও আগামী ২০ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের(Eastbengal) প্রস্তুতি। ১৯ তারিখই কোচ সহ বাকি সমস্ত ফুটবলাররা শিবিরে যোগ দিচ্ছেন। কিন্তু দিয়ামনতাকসের পরিবর্ত ফুটবলার নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি ইস্টবেঙ্গল। সেই নিয়েই নাকি এখন তোরজোড় শুরু হয়ে গিয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার। ডুরান্ড কাপে সেমিফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি ইস্টবেঙ্গল(Eastbengal)। সেখানে ডায়মন্ডহারবার এফসির কাছে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল। এরপর তাদের নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে সেই ম্যাচের পরই কোচ সহ সমস্ত বিদেশি ফুটবলাররা ফিরে গিয়েছেন নিজেদের দেশে। আপাতত লম্বা ছুটিতেই রয়েছে। বিশেষ করে আইএসএল(Indian Super League) নিয়ে অনিশ্চয়তার কারণেই এমনটা সিদ্ধান্ত নিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। এখনও পর্যন্ত আইএসএলের দিন ঘোষণা করা হয়নি। তবে ইস্টবেঙ্গল(Eastbengal) প্রস্তুতি শুরু করতে আর দেরী করতে চাইছে না। গতবার ব্যর্থতার জন্য বহু সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল লাল-হলুদ টিম ম্যানেজমেন্টকে। এবার খোলনোলচে বদলে একেবারে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে সময় নষ্ট করতে আর চাইছে না ইস্টবেঙ্গল। আগামী ২০ সেপ্টেম্বর থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চলেছে অস্কার(Oscar Bruzon) অ্যান্ড কো। আগামী ১৯ সেপ্টেম্বরই শিবিরে যোগ দিচ্ছেন সকলে। একইসঙ্গে ইস্টবেঙ্গলের দিমিত্রি দিয়ামনতাকসের পরিবর্ত ফুটবলার নেওয়ার ভাবনাও শুরু হয়ে গিয়েছে। তবে এখনই কাউকে ভাবেনি তারা। ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গিয়েছে। ইস্টবেঙ্গল(Eastbengal) নাকি ফ্রি প্লেয়ার নেওয়ার ভাবনাতেই রয়েছে। সূত্রের খবর আইএসএলের দিন ঘোষণার অপেক্ষাতেই সকলে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। থংবই সিংটোর(Thangboi Singto) নজরে নাকি বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন। তবে এখনই তাদের সঙ্গে কথা বাড়াচ্ছে না ইস্টবেঙ্গল। কারণ আইএসএল নিয়ে সেভাবে কোনও নিশ্চয়তা নেই। তবে শোনা যাচ্ছে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে নাকি আইএসএল শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও সেটাও নির্ভর করছে সাম্প্রতিক পরিস্থিতির ওপরই। ফেডারেশনের তরফে এখন পর্যন্ত টেন্ডার ডাকা হয়নি। তারই প্রতীক্ষাতে রয়েছে এখন সকলে। তবে ইস্টবেঙ্গল যে বিদেশি নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। অন্য়দিকে মোহনবাগান থেকে আরেক ফুটবলার তুলে নিল ইস্টবেঙ্গল। ১৭ বর্ষীয় প্রীতম গায়েনকে দলে তুলে নিল লাল-হলুদ ব্রিগেড।